হকিকেন্দ্রের বর্ষসেরা খেলোয়াড় জয়রাজ দত্ত

38

চট্টগ্রাম হকি প্রশিক্ষন স্কুল, হকি কেন্দ্র প্রশিক্ষনার্থীদের বার্ষিক মান নির্ণয়ের ফল প্রকাশ করছে। দীর্ঘ মেয়াদী প্রশক্ষিন পরিকল্পনায় ২০১৮ বর্ষে কেন্দ্রের চারটি ইউনিটে (মিউনিসিপ্যাল, নাসিরাবাদ, জে.এম.সেন স্কুল, বান্ডেল ইউনিট) মোট ১৬০ (একশত ষাট) জন প্রশিক্ষনার্থীর মাঝে এ গ্রেডে -২২ (বাইশ) জন, বি গ্রেডে-৪৫ (পয়ঁতাল্লিশ) জন, সি গ্রেডে- ৪৭(সাতচল্লিশ) জন সহ সর্বমোট ১১৩ (একশত তের) জন হকি খেলোয়াড় উর্ত্তীণ হয়। এদিকে গেল বছর দুর্দান্ত নৈপুন্য প্রদর্শন করা কুশলী ফরোয়ার্ড জয়রাজ দত্ত কেন্দ্রের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়। উল্লেখ্য যে, সদ্য সমাপ্ত বিজয় কাপ হকি টুনামেন্টে ৯ (নয়)টি গোল করে সর্বোচ্চ গোলদাতার সম্মান পায় জে.এম.সেন ইউনিটের এ কুশলী হকি ফরোর্য়াড।
উর্ত্তীন খেলোয়াড়দের আগামী ৫ জানুয়ারী স্ব স্ব ইউনিট প্রধানদের মাধ্যম পরবর্তী প্রশিক্ষন কার্যক্রমে অংশ গ্রহনের জন্য নির্দেশ দিয়েছেন হকি কেন্দ্র প্রতিষ্ঠাতা, পরিচালক ও চিফ্ কোচ মুহাম্মদ মহসিনুল হক চৌধুরী। ‘এ’ ও ‘বি’ গ্রেড প্রাপ্ত হকি প্রশিক্ষনার্থীদের উচ্চতর প্রশিক্ষন এবং মাধ্যমিক স্তর প্রশিক্ষন শীঘ্রই শুরু হবে।