হংকংয়ে জরুরি আইন জারির পরিকল্পনা নেই সরকারের

23

ঔপনিবেশিক আমলের জরুরি আইন জারির কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই বলে জানিয়েছেন চীনের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং এর নির্বাহী প্রধান ক্যারি লাম। মঙ্গলবার সাপ্তাহিক এক সংবাদ সম্মেলনে ক্যারি লাম বলেন,‘‘হংকংয়ে গোল্ডন উইক হলিডে চলছে। অথচ অক্টোবরের প্রথম ছয় দিনে অতীতের তুলনায় ৫০ শতাংশ কম পর্যটক দেশটিতে ভ্রমণ করেছেন। ফলে বিপণন, ক্যাটারিং, পর্যটন এবং হোটেল ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার প্রভাব পড়ছে প্রায় ছয় লাখ মানুষের ওপর।’’
গত মঙ্গলবার চীনের কমিউনিস্ট শাসনের ৭০ বছর পূর্তি উপলক্ষে দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। এদিন হংকংয়ে ছাতা নিয়ে, মুখোশ পরে দলে দলে বিক্ষোভকারী জড়ো হতে থাকেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাদানে গ্যাসের শেল ও জলকামান থেকে পানি ছোড়ে। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা প্রজেক্টাইল ও পেট্রলবোমা ছুঁড়েছেন। পুলিশের গুলিতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফুঁঠে বিক্ষোভকারীরা। হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে এ ঘটনার প্রতিবাদ করে।