সড়ক পরিবহন আইন বিষয়ক লিফলেট বিতরণ

64

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশে ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস.এম মোস্তাক আহমদের সার্বিক তত্বাবধানে ট্রাফিক বিভাগের উদ্যোগে নগর জুড়ে মোটর সাইকেলসহ সকল ধরণের প্রাইভেট গাড়ী, গণ ও পণ্য পরিবহনের মালিক-চালক ও হেলপারদেরকে সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ে সচেতন করার কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে উপ-পলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আমীর জাফরের উদ্যোগে এ আইনের বিভিন্ন ধারায় জরিমানা ও শাস্তি সম্পর্কে অবহিত করতে নগরীর সিনেমা প্যালেস, লালদীঘির পাড়, আন্দরকিল্লা, জামালখান ও কাজীর দেউরী এলাকায় সকল প্রকার গাড়ীর মালিক-চালকদের হাতে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় কর্মরত সার্জেন্ট ও কনস্টেবলদের নিয়ে এ আইন বিষয়ে জানান দিতে যানবাহন চালকদের হাতে লিফলেট বিতরণ করেন সিএমপি’র ট্রাফিক-উত্তর বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-আন্দরকিল্লা) মুহাম্মদ নুরুল আবছার। গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা আনয়ন, দূর্ঘটনা রোধ, বেপরোয়া গাড়ী চলাচল থেকে ড্রাইভারদের বিরত রাখা, রোড সাইন চিনে গাড়ি চালানো, ছাত্র-ছাত্রী ও পথচারীসহ সকলের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করছে। সড়ক পরিবহন আইন-২০১৮ এর শর্ত অমান্য করলে নির্ধারিত ধারায় জরিমানা দিতে হবে। এ আইনের বিভিন্ন ধারায় জরিমানা ও শাস্তি লিফলেটে উল্লেখ রয়েছে। বিজ্ঞপ্তি