সড়কে চলাচলকারী গাড়ির বিরুদ্ধে সিএমপি’র অভিযান

75

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে আগামী ১১ এপ্রিল পর্যন্ত সড়কে সকল ধরণের গণপরিবহন চলাচল নিষিদ্ধ ও জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন সরকার। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে পুলিশকে ফাঁকি দিয়ে চলছে কিছু কিছু গণ পরিবহন।
পাশাপাশি টেক্সী, প্রাইভেট কার, মাইক্রো, পিকআপ ও পাঠাও মোটর সাইকেলে করে ভাড়ায় যাত্রী আনা-নেওয়া করছে। করোনাভাইরাস রোধে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশে ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস.এম মোস্তাক আহমদ খানের নেতৃত্বে ট্রাফিক উত্তর-দক্ষিণ জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ও সার্জেন্টরা নগরীর বিভিন্ন সড়কে চলাচলকারী গণপরিবহন ও প্রাইভেট গাড়ীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। অভিযানে ট্রাফিক উত্তর ও দক্ষিণ জোনে গত দুই দিনে টেক্সি, টেম্পো পিকআপ ও মোটর সাইকেলসহ অর্ধ শতাধিক গাড়ী আটক করা হয়। ট্রাফিক উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার মোঃ শহীদুল ইসলাম ও বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার এস.এম তারেক গাড়ীর বিরুদ্ধে অভিযান কার্যক্রম নিয়মিত তদারকি করছেন। বিজ্ঞপ্তি