সড়কে অতিরিক্ত লবণ বোঝাই নিয়ে ট্রলি চলাচল বন্ধ করতে হবে

47

কুতুবদিয়া উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর ইউএনও মো. জিয়াউল হক মীরের সভাপতিত্বে উপজেলার হল রুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ফেরদাউস, উপজেলা আ.লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, কোস্ট গার্ড কুতুবদিয়া স্টেশন ইনচার্জ জসিম উদ্দিন, উপজেলা আ.লীগের সম্পাদক, আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বিকম, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান জালাল আহমদ, লেমশীখালী ইউপির চেয়ারম্যান আলহাজ আকতার আহমদ, দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধূরী, উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধূরী, কুতুবদিয়ার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শফিউল আলম, অধ্যক্ষ নুরুচ্ছাফা, প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) জিগারুন্নেছা, অধ্যাপক আবুল কালাম, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.কে লিটন কুতুবী, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, আনসার ভিডিপি অফিসার ধনচরণ নাথ, সমাজসেবা অফিসের প্রতিনিধি মেহেদী হাছান, ইসলামি ফাইন্ডেশনের প্রতিনিধি শাসমুল আলম, ঘাট ইজারাদার (বড়ঘোপ টু মগনামা) আবুল কালাম আজাদ, ঘাট ইজারাদার(দরবার ঘাট টু মগনামা) আবুল কাসেম। সভায় আলী আকবর ডেইল ও দক্ষিণ ধুরুং বাজারে ইয়াবা সেবনের স্থানে পুলিশের টহল জোরদার করার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অশ্লিল ও অশালীন বক্তব্য,ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ করা যাবে না। ঘাট পারাপারে যাত্রীদের জীবন নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট ও রাত্রিকালীন ড্যানিস বোটে লাইটের ব্যবস্থা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়। কুতুবদিয়া দ্বীপের পাউবোর ৯টি স্লুইচ গেইটের মধ্যে সব কয়টির দরজা না থাকায় প্রতিনিয়তই ঐসব এলাকায় জোয়ারে নিম্নাঞ্চল ফসলি জমি নোনা পানিতে প্লাবিত হচ্ছে। গেইটগুলো মেরামত করার জন্য পাউবো কর্তৃপক্ষকে অনুরোধ করে। সড়কে অতিরিক্ত লবণ বোঝাই নিয়ে ট্রলি চলাচল বন্ধ করার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও স্থানীয় চেয়ারম্যানদের সভায় অনুরোধ করা হয়। কুতুবদিয়া দ্বীপের চর্তুপাশে বনায়ন করার জন্য বনবিভাগকে সভায় নির্দেশ দেয়া হয়।