সৎসঙ্গ শ্রীমন্দির ফতেয়াবাদে মহতী ধর্মসভা, মাতৃসম্মেলন

93

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড. রানা দাশগুপ্ত বলেন, স্বাধীনতার পর থেকে ৭৫ এর আগ পর্যন্ত সংসদ অধিবেশনে সকল ধর্মগ্রন্থ থেকে পবিত্র বাণী পাঠের মধ্য দিয়ে সংসদ অধিবেশন সহ সকল সরকারী কার্যক্রম শুরু হতো। তা পুনঃ প্রবর্তনের জন্য সংসদের স্পীকার ও সরকারের প্রতি দাবী জানাই। তিনি গত ১৯ জানুয়ারি হাটহাজারী সৎসঙ্গ শ্রীমন্দির ফতেয়াবাদ আয়োজিত সাধারণ ধর্মীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শ্রীশ্রীঠাকুরের দিব্যজীবন ও বাণী আলোকে ভাবাদর্শ রূপায়নে প্রধান আচার্যদেব পরমপূজ্যপাদ শ্রীশ্রীদাদার বলিষ্ঠ ভূমিকা শীর্ষক ধর্মীয় সভায় উদ্বোধক ছিলেন সৎসঙ্গ বিহার চট্টগ্রাম সম্পাদক প্রকৌশলী আশীষ চৌধুরী এসপিআর। প্রধান বক্তা ছিলেন সৎসঙ্গ কেন্দ্র চট্টগ্রাম সহ-সম্পাদক এড. নারায়ণ দত্ত এসপিআর। সৎসঙ্গ শ্রীমন্দির ফতেয়াবাদের সভাপতি সুনীল কান্তি চক্রবর্ত্তী এসপিআর এর সভাপতিত্বে কিশোরী মোহন দে এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনিল নাথ, সুব্রত দাশ, যদুলাল মজুমদার এসপিআর। বক্তব্য রাখেন শ্রীমন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক নূপুর দেব, রিমন মুহুরী, অপর্ণা গুপ্তা, শিমুল দাশ, বিটন দাশ, লিটন ধর। এর আগে সকাল ১০ ঘটিকায় ২য় দিবসের ঠাকুরের ১৩১তম আবির্ভাব উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা মহাসড়ক প্রদক্ষিণ করে। বেলা ১২টায় আদর্শ নারী জীবন্ত বিগ্রহ শ্রীশ্রীবড়মা শীর্ষক মাতৃসম্মেলন ঝিনু চক্রবর্ত্তী’র সভাপতিত্বে শিক্ষিকা অর্পণা গুপ্তার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন শিক্ষিকা বিশিষ্ট সমাজসেবিকা শক্তি চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন টিউলিপ সেন, উর্মি ধর, সাবিত্রী রাণী দে, কল্পনা রায় প্রমুখ। মহতী ধর্মসভা শেষে সন্ধ্যায় লীলা কীর্ত্তন, ভক্তিমূলক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি