সৎসঙ্গ ফাউন্ডেশনের মহোৎসব

71

মহামানবদের নির্দেশিত পথই মানবতার পথ, জীবনের পথ। ঠাকুর অনুকূলচন্দ্র সেই মানবতাবাদ ও জীবন বৃদ্ধিবাদের মূর্ত্ত প্রতীক। তাঁর নির্দেশিত সার্বজনীন জীবনবাদ আজকের সমাজে বাস্তবায়ন করা গেলে মানব সভ্যতায় নবদ্বার উন্মোচন হবে। বক্তারা আরো বলেন, সৎসঙ্গ অস্তিত্বের সঙ্গ। বর্তমান ক্ষয়িষ্ণু মানব সভ্যতার অস্তিত্ব টিকাতে গেলে ঠাকুরের ধর্ম-কৃষ্টি, দর্শন-বিজ্ঞান, শিল্প-সাহিত্য, শিক্ষা-চিকিৎসা, ধর্মনীতি-রাজনীতি, অর্থনীতি-সমাজনীতি ভিত্তিক বাণী সমূহ বাস্তবায়ন জরুরী। গত ১৮ জানুয়ারি শুক্রবার চট্টগ্রাম নগরীর জে এম সেন হলে চট্টগ্রাম সৎসঙ্গ ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩১তম আবির্ভাববর্ষ স্মরণ মহোৎসবে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। মহোৎসবের সান্ধ্যকালীন অধিবেশনে উদ্বোধক ছিলেন প্রবীণ ঋত্বিক শিক্ষাবিদ সুনীল বিকাশ দাশ। প্রধান অতিথি ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন আন্তর্জাতিক তীর্থক্ষেত্র সীতাকুন্ড স্রাইন কমিটির মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী ল²ী নারায়ণ কৃপানন্দ পুরী। চট্টগ্রাম জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি দীপক ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভাশীষ দাশের সঞ্চালনায় অতিথি-আলোচকবৃন্দের মধ্যে ছিলেন সহ-প্রতিঋত্বিক মাদল দেব বর্মণ (খুলনা), চবি গবেষক ভাস্কর ডি কে দাশ মামুন, রাজনীতিবিদ দীপক ভট্টাচার্য দীপু, শিক্ষাবিদ বাবুল কান্তি দাশ, জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা, মহোৎসব উদ্যাপন পরিষদের আহব্বায়ক স্বপন ধর। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহোৎসব উদ্যাপন পরিষদের সদস্য সচিব সজীব দাশ। কর্মসূচীর দিবাকালীন অধিবেশনে সুকান্ত দত্তের সঞ্চালনায় যুব ও মাতৃ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাউজান পৌরসভা মেয়র দেবাশীষ পালিত। সংগঠক তপন দাশগুপ্তের সভাপতিত্বে সভার উদ্বোধন করেন প্রবীণ শিক্ষাবিদ সহ-প্রতিঋত্বিক অধ্যাপক দিলীপ কান্তি দাশ। প্রধান আলোচক মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এড. চন্দন তালুকদার। সম্মানিত অতিথি-আলোচকবৃন্দের মধ্য ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (অব.) বন্দনা দাশ, এড. শিমুল ধর (যাজক), সৎসঙ্গ-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক পলাশ দাশ, চট্টগ্রাম জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের মাতৃসংঘের সভাপতি ঋত্বিকা চৌধুরী, রাঙ্গুনিয়া সরকারী কলেজের অধ্যাপিকা সাবিত্রী দাশ, বাঁশখালী সাধনপুর বাণীগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তপন কুমার ধর, ফটিকছড়ি ধর্মপুর কমলকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিলন কান্তি নাথ, আগ্রাবাদ সৎসঙ্গের সভাপতি নির্মল কান্তি দেবনাথ লিটন, ডা. দিলীপ রায়, বিশ্বজিৎ দে প্রমুখ। বিজ্ঞপ্তি