স্মরণসভায় খোরশেদ আলম সুজন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন মহিউদ্দিন চৌধুরী

117

অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে দাড়ানোর শিক্ষাই দিয়েছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় নগরীর ৩৮নং দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ডস্থ এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মরণসভা পরিষদের উদ্যোগে স্থানীয় বেগমজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন এ কথা বলেন।
স্মরণসভা পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ কামরুল হোসেন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সালাউদ্দিন মামুনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ও চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য আফরোজা কালাম, বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াছ, ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ।
সুজন আরো বলেন, মহিউদ্দিন চৌধুরী ছিলেন রাজনৈতিক মহীরুহ। যে কোন দূর্যোগে তিনি দল এবং চট্টগ্রাম বাসীর উপর ছায়ার মতো থাকতেন। ছোটবেলা থেকেই অসীম সাহসের অধিকারী মহিউদ্দিন চৌধুরী ছাত্র অবস্থা থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর মুসলিম হলে ক্যাম্প স্থাপন করে অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করেন মহিউদ্দিন চৌধুরী। নিজ হাতে দাফন করেন ঘূর্ণিঝড়ে নিহতদের যা হতবাক করেছে সারা দেশবাসীকে। ১৯৯৪ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হয়েই বিপুল ভোটে জয়ী হন তিনি। সমাজের প্রতিটি স্তরে কাজ করে তিনি নন্দিত জননেতা হিসেবে সাধারণ মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান লাভ করেন। তাই তার মৃত্যু সমাজের নিপীড়িত নিস্পেষিত মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বন্দর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইউনুছ, মো. এজাহার মিয়া, আব্দুল হাকিম মেম্বার, এস এম আবু তাহের, হাজী মো. হোসেন, শের আলী সওদাগর, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সদস্য নুরুল কবির, মোরশেদ আলম, হাফেজ মো. ওকার উদ্দিন, সরওয়ার জাহান চৌধুরী, হাজী নুরুল হুদা, নজরুল ইসলাম টিটু, ছালেহ আহমদ জঙ্গী, এজাহারুল হক, সৈয়দ মুনির, মহানগর যুবলীগ নেতা সমীর মহাজন লিটন, হাসান মো. মুরাদ, সাইফুল ইসলাম, মো. জাবেদ, মো. জাহাঙ্গীর আলম, মো. ওয়াসিম, নাজমুল হাসান, সাদ্দাম হোসেন চৌধুরী, মো. কাইয়ুম, সাদ্দাম হোসেন, জিসান জাফর, ইফতেখার ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি