স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : এমপি নজরুল

43

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চন্দনাইশে ইতোমধ্যে একটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। ধোপাছড়িতে আরো একটি কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজ এগিয়ে চলছে। হাসপাতালের এক্সেরে মেশিন চার বছর ধরে নষ্ট থাকায় মেরামতের উদ্যোগ গ্রহন করা হয়েছে। ৩টি ইসিজি মেশিন নষ্ট থাকায় নতুনভাবে মেরামতের উদ্যোগ গ্রহন করা হয়েছে। সে সাথে লেবার রুমের জন্য সংসদ সদস্যের নিজ অর্থায়নে এসি বসানোর ব্যবস্থা গ্রহন করা হয়েছে। চন্দনাইশে ৭জন চিকিৎসকের পদ খালি থাকায় যথাযথ কর্তৃপক্ষের বরাবরে চাহিদা পত্র প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। গত ৬ এপ্রিল হাসপাতাল সুষ্ট ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবা উন্নয়ন কমিটির মাসিক সভা হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. বখতিয়ার আলম, থানা অফিসার্স ইনচার্জ কেশব চক্রবর্তী, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ, প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, কৃষ্ণা বড়ুয়া, মো. বাবুল মিয়া, সাহেদ মিয়া প্রমুখ। নাজিরহাট কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আমিনুল করিম জাহাঙ্গীরের কবরে পুস্পমাল্য অর্পণ করছেন শ্রদ্ধা নিবেদন করছেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়বসহ অন্যরা।