স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের ভূমিকা অপরিহার্য : এমপি নজরুল

66

চন্দনাইশ ডক্টরস সোসাইটির উদ্যোগে মহান শহীদ দিবস উপলক্ষ্যে উপজেলার কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। গত ২১ ফেব্রুয়ারি সকালে মেডিসিন, নিউরোমেডিসিন, ডায়বেটিক, নাক-কান-গলা, চক্ষু, খৎনা, গাইনি, শিশু, চর্ম, যৌনরোগ, ক্যান্সার, দন্ত, ইউরোলজি, কর্নছেদনসহ বিভিন্ন বিষয়ে ৭০ জনের অধিক চিকিৎসক সেবা দেয়ার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। সহস্রাধিক রোগিকে স্বাস্থ্য সেবা দেয়া হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানান। সংগঠনের সভাপতি ডা. মোহাম্মদ আবদুল আলীমের সভাপতিত্বে, ডা. এস এম মুইজ্জুল আকবর চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বখতেয়ার উদ্দীন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ, শিল্পপতি জসিম উদ্দীন চৌধুরী মন্টু, চেয়ারম্যান যথাক্রমে মুজিবুর রহমান, আমিন আহমদ চৌধুরী রোকন প্রমূখ। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মো. আবদুস সাত্তার, ডা. কাজী মো. আবরার হাসান, ডা. রবিউল আলম, ডা. মো. মঈন উদ্দীন চৌধুরী, ডা. মো. নাসির উদ্দীন, ডা. এম. ফরহাদ, ডা. শেখ রোকন উদ্দীন আহমদ, ডা. মো. কুতুব উদ্দীন, ডা. মো. নুরুন নবী, ডা. আবদুল্লাহ্ খাঁন, ডা. শাখাওয়াত হোসেন, ডা. নিশান বড়ুয়া, ডা. মো. সোহেল চৌধুরী, ডা. মো. জুবায়ের হায়দার, ডা. মো. ইসহাক, ডা. মো. আরাফাতুর রহমান, ডা. মো. মঈনুল আলম সাবেরি শুভ, ডা. আতিকুর রহমান বাপ্পি, ডা. পলাশ কান্তি দাশ, ডা. নাজমুস সাকিব, ডা. এস এম তাজওয়ার তাহির, ডা. দ্রুব ধর, ডা. মাকসুদুর রহমান, ডা. আবরার উদ্দীন, অধ্যাপক ডা. গোলাম রব্বানি, ডা. আফতাব এ দ্বীন, ডা. মো. শেখ মামুন, ডা. মো. মোস্তাফিজুর রহমান, ডা. শাহীন হাসান চৌধুরী, ডা. ইমরুল সাহেব, ডা. মো. তৈয়ব, ডা. মো. আসলাম, ডা. সুভাষীশ তালুকদার, ডা. আইয়ুব নবী, ডা. শান্তনু দাশ, ডা. মঞ্জুর মোরশেদ, ডা. চৌধুরী আমির মো. ফারুক, ডা. এপিএম আবদুল খালেক, ডা. শেখ সাদী, ডা. দেবাঙ্কুর সরকার প্রাচী, ডা. উম্মে সালমা, ডা. মো. সালাউদ্দীন সুমন, ডা. মাহমুদুর রহমান, ডা. সুপ্রন বিশ্বাস, ডা. সান্তনু সিংহ হাজারি, ডা. প্রিতুল গুহ, ডা. এস এম নোমান খালেদ চৌধুরী, ডা. মাহমুদুল কাদের, ডা. কামরুল লাইলা মিলি, ডা. রকিবুল হাসান, ডা. মেসবাহ উদ্দীন চৌধুরী, ডা. বোরহান উদ্দীন, ডা. ফারজানা কালাম, ডা. তাহেরা বেগম, ডা. সাদিয়া তাবাচ্ছুম, ডা. সুলতানা লতিফা জামান, ডা. নাহিদ সুলতানা সহ প্রায় ১০০ জন চিকিৎসক ক্যাম্পে উপস্থিত ছিলেন।