স্বাস্থ্যমন্ত্রীকে ‘পাচ্ছেন না’ মেয়র আতিক

45

সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মীদের ‘ঢুকতে না দেওয়ার’ পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাকে পাচ্ছেন না বলে জানালেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। ডেঙ্গু দমনে এডিস মশা নির্মূলে ডিএনসিসির ‘চিরুনি অভিযান’র’তৃতীয় দিন গত মঙ্গলবার বারিধারার পার্ক রোডে স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে গিয়েও ঢুকতে পারেননি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তারা বলেন, মন্ত্রী বাড়িতে না থাকায় তাদের ঢোকার অনুমতি দেওয়া হয়নি।
গতকাল গতকাল বুধবার গাবতলী বাস টার্মিনালে পরিদর্শনে গেলে মেয়র আতিককে তা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে আতিক শুরুতেই বলেন, ‘মশক নিধন কার্যক্রমে আমরা আশা করব সবাই আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। কিন্তু গতকাল স্বাস্থ্যমন্ত্রীর বাসায় মশক নিধন টিম ঢুকতে পারেনি। এটা অত্যন্ত দুঃখজনক’।
ওই ঘটনার পর কথা বলতে স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করেও পাচ্ছেন না জানিয়ে মেয়র বলেন, ‘আমি কালকেও ফোনে কথা বলার চেষ্টা করেছি। আজকেও ফোনে কথা বলার চেষ্টা করছি। উনাকে পাচ্ছি না। আমি উনাকে এটাই বলব, আমরা সকলের সহযোগিতা চাই। আমরা তো কাউকে ফাইন করছি না। আমরা বাসাবাড়িতে গিয়ে সবাইকে সহায়তা করছি’।
আতিক যখন কথা বলছিলেন, তখন স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক আসলাম তার পাশে দাঁড়িয়েছিলেন। মেয়র বলেন, ‘সংসদ সদস্য পর্যন্ত দাঁড়িয়ে আছেন। উনি বলেছেন, উনার এলাকায় আসলে উনি চা খাওয়াবেন, সহযোগিতা করবেন’।
বাড়িতে সিটি কর্পোরেশনের কর্মীদের ঢুকতে না দেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। খবর বিডিনিউজের
স্বাস্থ্যমন্ত্রীর বাবা অবসরপ্রাপ্ত কর্নেল (প্রয়াত) আবদুল মালেক গত শতকের ৮০ এর দশকে এরশাদ আমলে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। এবছর মশাবাহিত রোগ ডেঙঙ্গুর প্রকোপ দেখা দেওয়ার সময় বিদেশ সফরে থেকে সমালোচনার মুখে পড়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে মশা দমনে অভিযান চালানোর পথ থেকে পিছু হটছেন না মেয়র আতিক। তিনি বলেন, ‘আমরা কালকে গিয়েছিলাম, আমাদের অভিযান কিন্তু চলবে’। মেয়র বলেন, ‘এখানে লুকানোর কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সকলের সচেতনতার জন্য’।