স্বামী নারায়ণ পুরী মহারাজের স্মরণ উৎসব ৮-১০ মার্চ

174

ঋষিকূল শিরোমণি শ্রীমৎ স্বামী নারায়ণ পুরী মহারাজের ৪র্থ মহাপ্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ উৎসব আগামী ৮-১০ মার্চ নন্দনকানন তুলসীধামে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হবে। তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে এ উপলক্ষে ৮ মার্চ সমাধিপীঠে গীতাপাঠ ও চন্ডীপাঠ, গুরুপূজা, ভক্তিগীতি ও ধর্মসভা অনুষ্ঠিত হবে। সভায় অতিথি থাকবেন জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস, কাউন্সিলর জহরলাল হাজারী ও শৈবাল দাশ সুমন, শ্রীল গৌর গোবিন্দ ভক্ত দাস, যোগেশ্বর চৌধুরী, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত। ৯ মার্চ মহাপ্রয়াণ দিবস স্মরণে উপাসনা, অষ্টপ্রহর নামযজ্ঞ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রসাদ বিতরণ এবং ১০ মার্চ নামযজ্ঞের পূর্ণাহুতি শেষে দীক্ষাদান করা হবে। স্মরণোৎসব পরিচালনা পরিষদের সভাপতি হরি শংকর ধর ও সাধারণ সম্পাদক গৌতম ধর অনুষ্ঠানে সকল ভক্ত-শিষ্যের উপস্থিতি কামনা করেছেন। বিজ্ঞপ্তি