স্বাভাবিক শিশুর মতো বিকলাঙ্গ শিশুদেরও সমান অধিকার রয়েছে

38

স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি ও চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে ‘বিকলাঙ্গ শিশুদের সংযুক্তিকরণ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ডেপুটি সিভিল সার্জন ডা. জিএম আবু তৈয়ব আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া ও মেডিকেল টেকনোলজিষ্ট কাজল কান্তি পাল।
সভায় প্রধান অতিথি বলেন, স্বাভাবিক সব শিশুর মতো অটিজম, বিকলাঙ্গ, শারীরিক ও বাক-শ্রবণ-বুদ্ধি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী শিশুর সমান অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে কাজ করছেন বলে দেশের সকল বিকলাঙ্গ শিশু সরকারি-বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবা পাচ্ছে। তাদেরকে স্বাভাবিক শিশুর মতো শিক্ষা ও আনন্দ-বিনোদনমূলক কর্মকান্ডে সংযুক্ত করতে পারলে তারা একদিন দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে। সকল বিকলাঙ্গ শিশুর সময়োপযোগী চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি আহবান জানান সিভিল সার্জন। বিজ্ঞপ্তি