স্বাধীনতা দিবসকে ঘিরে চীনের উত্তপ্ত হংকং

17

চীনে রবিবার উত্তপ্ত হয়ে উঠেছে হংকং স্বাধীনতা দিবসকে সামনে রেখে এঘটনা ঘটে। হংকংয়ের পূর্ণ স্বাধীনতার দাবিতে তিনমাস ধরে চলা গণতন্ত্রপন্থিদের আন্দোলনে প্রায় অচল হয়ে পড়েছে চীনশাসিত আধা-স্বায়ত্তশাসনের দেশটি।
এদিকে চীনের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে রাস্তায় নেমে এসেছে ‘এক দেশ, দুই নীতি’র দেশটির চীনপন্থি নাগরিকরাও। দুইশরও বেশি চীনপন্থি নাগরিক লাল টি-শার্ট পড়ে হংকংয়ের ভিক্টোরিয়া পার্কে জমায়েত হয় গণতন্ত্রপন্থিদের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ জানাতে। এ সময় তাদের হাতে দেখা যায়, ‘আমি চীনকে ভালবাসি’ লেখা প্ল্যাকার্ড। এঞ্জেলা (৪০) নামে লাল টি-শার্টধারী একজন গৃহিণী বলেন, ‘গণতন্ত্রপন্থিরা অসহ্যকর। সরকার যদি তাদের বিরুদ্ধে চরমপন্থায় যায়, আমার তাতে কোনো বাধা নেই। আমরা অনেক সহ্য করেছি। তাদের কারণে আমরা নিরাপদে বাইরে বের হতে পারছি না। এ বছর চীন তার ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে। হংকংয়ের গণতন্ত্রপন্থিরা তিন মাস আগে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে ৫টি দাবি নিয়ে রাস্তায় নেমেছে। ব্যাপক চাপের মুখে দেশটির চীনপন্থি সরকার প্রত্যর্পণ নীতি তুলে নেয়। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের দাবিসহ বাকি চারটি দাবি পূরণের জন্য রাস্তায় থেকে যায় গণতন্ত্রপন্থিরা। রবিবার তারা ‘পাঁচটি দাবি, একটিও কম নয়’ লেখা প�্যাকার্ডসমেত ভিড় করে প্রশাসনিক ভবন, সংসদ কাউন্সিল ভবন, শপিং মলসহ বেশ কয়েকটি জনগুরত্বপূর্ণ স্থানে। আগামী ১ অক্টোবর চীনের স্বাধীনতা দিবসকে সামনে রেখে রবিবার বিক্ষোভকারীরা ঘেরাও করেছে কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক ভবনসহ হংকংয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান। অনলাইন বার্তা সংস্থা