স্বাধীনতা ক্রীড়া চক্র’র সভা গিয়াস উদ্দিন হিরুর শোকসভার প্রস্ততি

44

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন স্বাধীনতা ক্রীড়া চক্র এর উদ্যোগে সংগঠনের সাবেক কার্যকরী সভাপতি ক্রীড়া, সাংস্কৃতিক ও রাজনীতিক ব্যক্তিত্ব প্রয়াত গিয়াস উদ্দিন হিরুর শোক সভার প্রস্ততি গ্রহণ ও সংগঠনের আহবায়ক কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা ২৫ এপ্রিল ’১৯ সকাল ১১ঘটিকায় চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন জেলরোডস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের যুগ্ম আহবায়ক সিরাজ উল্লাহ মজুমদার নয়নের সভাপতিত্বে এবং শফিউল আজম বাহার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।সভায় সংগঠনের সাবেক কার্যকরী সভাপতি গিয়াস উদ্দিন হিরুর অকাল মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মো. ইকবাল হাসানকে আহবায়ক, মো. শফিউল আজম বাহার ও মো. সিরাজ উল্লাহ মজুমদার নয়নকে যুগ্ম আহবায়ক, মো. দিদারুল আলমকে সদস্য সচিব, মো. নাজিম উদ্দিন, মো. সাইফুল ইসলাম, আ. ক. ম আরিফ, সেতু বড়ুয়া, এড. এস.এম রাশেদ চৌধুরী, ননীগোপাল চৌধুরী চঞ্চল, আবদুল নবী, ইকবাল ভ‚ইয়া, মো. জসিম উদ্দিন, মো. জাহাঙ্গীর খান, মো. জাহেদ রানা, জসিম উদ্দিন আরমান, কাজী শাহজাহান মিন্টু, মো. আবুল কালাম আজাদ, মো. কামাল হোসেন, সঞ্জয় মহাজন, তৌহিদুল ইসলামকে সদস্য করে এক বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট ‘স্বাধীনতা ক্রীড়া চক্র’ এর একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি

বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম-মহাসচিব নির্বাচিত রিমন মুহুরী

বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা নির্বাহী সভাপতি জ্যেতিষ ভাস্কর ড. জি কিবরিয়া সভাপতিত্বে ও মহাসচিব ড. শ্রীরাম আচার্য’র পরিচালনায় গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এশিয়ান এস্ট্রলজার্স কংগ্রেসের চেয়ারম্যান জ্যোতিষ সম্রাট মহর্ষি ড. মুহাম্মদ আনিসুল হক।

উদ্বোধক ছিলেন প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ ননী গোপাল আচার্য্য, বিশেষ অতিথি ছিলেন চিত্তরঞ্জন আচার্য্য। কেন্দ্রীয় পরিষদের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠক রিমন মুহুরীকে বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-মহাসচিব নির্বাচিত করা হয়। তিনি সংগঠন পরিচালনা ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন। বিজ্ঞপ্তি

চট্টগ্রাম কলেজে যুব
রেড ক্রিসেন্টের শিক্ষা
সামগ্রী বিতরণ

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিটের উদ্যোগে গত ২৫ এপ্রিল কলেজ ইউনিট কক্ষে কলেজ ইউনিটের প্রচার ও প্রকাশনা বিভাগীয় প্রধান মোহাম্মদ মিছবাহ উদ্দিন এর সভাপতিত্বে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিট কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশু নিকেতন এর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। কোমলমতি শিশুরা শিক্ষা সামগ্রী হাতে পেয়ে খুবই আনন্দি। কার্যক্রমটি সুশ”ড়খল ভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত ছিলেন অত্র ইউনিটের কার্যকরি পর্ষদ সদস্য মো. মহসিন, সুজিত রুদ্র এবং শাহজাহান, মিনহাজ, রাজু, প্রিয়া, সুজানা, ইসহাক, সোহাগ সহ অন্যান্য যুব সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি