স্বর্গীয় জোড়া পা

25

জান্নাত পরে, আগে ভালোবাসি মা’কে
আঁতুড় ঘরে এসেছি যেদিন, সেদিন তাঁকে-
বলতে পারিনি মুখ ফুটে অমৃত কথা;
দিয়েছি কতো ব্যথা-
নাড়ির প্রেম, চুমোমাখা আদর বারবার ডাকে
শৈল্পিক প্রেরণা বয়ে যায় বাঁকে বাঁকে
অকৃত্রিম ছায়া স্বর্গীয় পা’য়
এমন শান্তি নেই কোথাও যেখানে সব শোক ধায়।