স্বপ্নে আঁকি

34

মেঠোপথে পরিপাটি শোভা গাছপালা যে
দেখছি তো কত আঁকা-বাঁকা নদী নালা যে।
মাছভরা খালে-বিলে পাখিদের মেলাতে
আত্মীয় পাখি দেখে কাটে সারাবেলাতে।

ক্ষেতে থাকে চাষি ভাই মুখে হাসি আর গান
মনলোভা ফসলে যে তাঁর ছিল অবদান।
ষড় ঋতু বাংলার শস্যতে পাই বেশ
তাই বলি বাংলাকে আলোমাখা পরিবেশ।

অপরূপ সেই শোভা, সুধাময় প্রাণটা
সাঁঝ বেলা পাখিদের সুরে ভরা গানটা।
আবিরের আকাশেই কত রঙ মাখি তো
সোনারই দেশটাকে নানাভাবে আঁকি তো।

ভালোবাসি মা ও মাটি চোখ মেলে থাকি যে
স্বপ্নের লাল আর সবুজকে আঁকি যে।