স্বপ্নকানন বিদ্যা পীঠের যাত্রা শুরু

31

কিছু উদ্যমী তরুণ উদ্যোক্তার আয়োজনে আপনার স্বপ্ন, আমাদের দায়িত্ব এ শ্লোগানে সুন্দর এক মনোরম পরিবেশে যাত্রা শুরু করলো লামা স্বপ্নকানন বিদ্যাপীঠ নামের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ইব্রাহিম লিডার পাড়ায় বিদ্যালয়টির অবস্থান। গ্রামীণ জনপদে মান সম্মত শিক্ষার আলো ছড়াতে শুক্রবার সকালে ২০২০ শিক্ষা বর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে বিদ্যাপীঠের শুভ উদ্বোধন ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রূ মার্মা। এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তে এড. মামুন মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর শুক্কুর, পৌরসভার কাউন্সিলর মো. সাইফুদ্দিন, ইউনিয়ন পরিষদ সদস্য শফিউল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন, রুপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সুলতান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইসহাক, সদস্য প্রসেনজিৎ বড়ুয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আপেল বড়ুয়া, সাংবাদিক মো. নুরুল করিম আরমান অতিথি ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাচিংপ্রূ মার্মা বলেন, শিক্ষা জাতির মেরুদÐ। আর শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। তাই শুধু লামা উপজেলায় নয়, সারা দেশে শিক্ষা ক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করতেই স্বপ্নকানন বিদ্যাপীঠের যাত্রা। সে লক্ষে ইউনিয়ন পরিষদ, বিদ্যাপীঠের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যরা কাজ করে যাবেন। এজন্য এলাকাবাসী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি। পরে ইব্রাহিম লিডার পাড়া জামে মসজিদের খতিব ইব্রাহিম খলিল আয়োজিত দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন।
প্রসঙ্গত, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রূ মার্মা, সার্ভেয়ার মো. ইসহাক মিয়া, এডভোকেট মামুন মিয়া, ছৈয়দ আলম, প্রসেনজিৎ বড়ুয়া, আপেল বড়ুয়া, মো. সাহেদ, আবুল হোসেন, মোজাম্মেল হোসেনসহ বেশ কয়েকজন বিদ্যাপীঠটির প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আপেল বড়ুয়া ও পরিচালনা কমিটির সদস্য মো. ইসহাক মিয়া জানান, প্রথম বছরে শুধু মাত্র ৬ষ্ঠ শ্রেণির ভর্তি ফরম বিতরণ করা হয়েছে।
নির্ধারিত তারিখ মতে শুক্রবার সকালে ভর্তি পরীক্ষার পর বিকালেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। আগামী ১ জানুয়ারি বই উৎসবের পাশাপাশি বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু হবে। ধাপে ধাপে দশম শ্রেণি পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি করা হবে বলেও জানান তারা।