স্বকাল শিশুসাহিত্য সংসদের সাহিত্য আসর

41

স্বকাল শিশুসাহিত্য সংসদের উদ্যোগে সাহিত্য আসর ১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক দীপক বড়ুয়া। স্বকাল পরিচালক শিশুসাহিত্যিক অরুণ শীলের সঞ্চালনায় কথামালায় অংশ নেন খ্যাতিমান শিশুসাহিত্যিক রাশেদ রউফ ও সৃজনশীল প্রকাশনা সংস্থার সভাপতি মহিউদ্দিন শাহআলম নিপু। গ্রন্থালোচনা করেন শিশুসাহিত্যিক রমজান আলী মামুন ও বাসুদেব খাস্তগীর।
আসরে স্বরচিত ছড়া-কবিতা পাঠে অংশ নেন বিপুল বড়ুয়া, উৎপলকান্তি বড়ুয়া, রহমান হাবীব, মৃণালিনী চক্রবর্তী, ওবায়দুল সমীর, সনজিত দে, আখতারুল ইসলাম, ফারজানা রহমান শিমু, রুমা তাসমিনা, সুপ্রতিম বড়ুয়া, আরিফ রায়হান, সাইফুল্লাহ কায়সার, নূর মোহাম্মদ নজরুল, কাজী মোহাম্মদ শাহজাহান, সমীরণ বড়ুয়া, তালুকদার হালিম, রুমি চৌধুরী, অভি ওসমান, গৌতম কানুনগো, তসলিম খাঁ, প্রদ্যোত কুমার বড়ুয়া, আশিক বন্ধু, শুভ্রময় বড়ুয়া, রাসু বড়ুয়া, সুরভী কান্তা, মো. সরোয়ার রানা, করুণা আচার্য, অনার্য আমিন, মুহম্মদ কাঞ্চন উল আজিজ, সরওয়ার আরমান, ছালাম সৌরভ, সাইমুন পাশা মামুন, পরিমল বিকাশ শীল, ও আবুল কালাম বেলাল। গল্প পাঠে অংশ নেন মিলন বনিক ও তৌফিকুল ইসলাম চৌধুরী। পঠিত লেখার উপর আলোচনা করেন শিশুসাহিত্যিক-আলোচক আজিজ রাহমান ও কবি অমিত বড়ুয়া। বিজ্ঞপ্তি