স্প্যানিশ কাপের ফাইনালে বার্সার প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া

21

কোপা দেল রে’র ফাইনাল নিশ্চিত করেছে ভ্যালেন্সিয়া। বৃহস্পতিবার রাতে রিয়াল বেতিসকে ১-০ গোলে হারিয়ে ৩-২ অগ্রগামিতায় তারা উঠে গেছে ফাইনালে। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে আগেই ফাইনাল নিশ্চিত করা বার্সেলোনা। রোদ্রিগোর একমাত্র গোলে ঘরের মাঠে ১-০ ব্যবধানে জিতেছে ভ্যালেন্সিয়া। বেতিসের মাঠ থেকে সেমিফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র করে আসায় ঘরের মাঠে সুবিধাজনক জায়গায় থেকে নেমেছিল তারা। গোলহীন প্রথমার্ধ শেষে ৫৬ মিনিটে ভ্যালেন্সিয়ার ফাইনাল নিশ্চিত করেন রোদ্রিগো।
তাতে ১১ বছর পর যে কোনও প্রতিযোগিতায় প্রথমবার ফাইনালে নাম লেখালো ভ্যালেন্সিয়া। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের জন্য অপেক্ষা করছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা, যারা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। এবার দিয়ে চতুর্থবারের মতো স্প্যানিশ কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। আগের তিনবারের লড়াইয়ে তাদের হারিয়ে দুইবার শিরোপা ঘরে তুলেছিল বার্সেলোনা। বিপরীতে কাতালানদের হারিয়ে একবার শিরোপা জেতার রেকর্ড আছে ভ্যালেন্সিয়ার।