‘স্পোর্টস ইনজুরি ম্যানেজমেন্ট এন্ড রিহ্যাবিলিটেশন’ সেমিনার

43

আমরা রানিং কিংবা নানা খেলাধুলায় নানা ধরনের আঘাত পেয়ে থাকি। কিন্তু আমরা বুঝতে পারি না অনেক সময় কি ধরনের আঘাত পেয়েছি বা আঘাত পাবার এর পর আমাদের কি করা উচিত। কম-বেশি আমরা কোনো ব্যথানাশক ঔষধ বা পেইনকিলার নিয়ে আঘাত কমানোর চেষ্টা করি যার ফলে কিডনি,লিভার, হার্ট এর ক্ষতির পাশাপাশি গ্যাস্ট্রিক ও আলসার জাতীয় নানাবিধ রোগের সৃষ্টি হয়। সম্প্রতি আয়োজি এই সেমিনারে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্টিফিক সোসাইটির সম্মানিত কমিটি মেম্বারস, ফাকাল্টি মডারেটরস ও জেনারেল মেম্বারস সহ সাধারণ শিক্ষার্থীরা। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিউরো ডিজএ্যবিলিটি এবং স্পোর্টস ফিজিওথেরাপিস্ট মুহাম্মদ কামরুজ্জামান স্যার। সঞ্চালনায় ছিলেন সাবরিনা আলম। অনুষ্ঠানের শুরুতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট জনাব মো. মিফতাহ মুশফিক স্বাগত বক্তব্য রাখেন যার মাধ্যমে তিনি এই অনুষ্ঠানের দরকারী দিকগুলোর দিকে আলোকপাত করেন। এরপর বক্তব্য রাখেন সেমিনারের মূল বক্তা মোহাম্মদ কামরুজ্জামান স্যার। তিনি তাঁর বক্তব্যের শুরুতেই স্পোর্টস ইনজুরি ম্যানেজমেন্ট এবং রিহ্যাবিলিটেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। পরবর্তীতে স্পোর্টস ইনজুরি, গ্রোয়িন পেইন, নেক অ্যান্ড ব্যাক পেইন, টেনিস এলবো, কোয়ার্ডিসেপস পেইন এন্ড ইনজুরি, প্যাটেলোফার্মোরাল পেইন, টিবিয়াল স্ট্রেস ফ্রেকচার, হামস্ট্রিং পেইন, কাফ মাসল পেইন, এক্সারসাইজ ফর রেট্রোলিস্থেসিস, কম্পনেন্টস অফ রেহাবিলিটেশন প্রোগ্রাম ইত্যাদি বিষয় তুলে ধরেন। উপস্থিত দর্শকমন্ডলীর সাথে প্রশ্নোত্তর পর্ব এবং প্রাণবন্ত প্রেজেন্টেশন স্লাইড শো এর মাধ্যমে তিনি তাঁর ডিসকাশন শেষ করেন। এরপর উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির উপদেষ্টা প্রফেসর ড. মো. আল ফুরকান এবং উপদেষ্টা ড. লায়লা খালেদা। আমন্ত্রিত স্পিকার মোহাম্মদ কামরুজ্জামানের হতে সম্মাননা স্মারক তুলে দেয়ার মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি