স্পেন-জার্মানি ম্যাচে শুরু নেশনস লিগ

33

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা নতুন টুর্নামেন্ট উয়েফা নেশনস লিগের দ্বিতীয় আসর মাঠে গড়াবে চলতি বছরের সেপ্টেম্বরে। প্রথম মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল নেদ্যারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জয় করেছিল। আর দ্বিতীয় আসর মাঠে গড়াচ্ছে স্পেন এবং জার্মানির মধ্যকার ম্যাচ দিয়ে। এর মধ্যেই নির্ধারিত হয়ে গেছে নেশনস লিগের গ্রূপগুলো। এবং কোন দল কোন গ্রূপে অবস্থান করছে সেটিও নির্বাচিত হয়েছে ড্র’র মাধ্যমে। লিগ এ’তে চারটি গ্রূপে ১৬টি দলকে ভাগ করে দেওয়া হয়েছে।
উয়েফা নেশনস লিগে এ’কে চারটি গ্রূপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রূপে আছে চারটি করে মোট ১৬টি দল। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং রানার আপ ক্রোয়েশিয়ার সঙ্গে।