স্নায়ুচাপ দূরে রাখছেন শফিউল

42

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে স্নায়ু চাপ কমাতে চান বাংলাদেশ দলের ডানহতি পেসার শফিউল ইসলাম। দীর্ঘ দুই বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে গত ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে ফেরেন ২৯ বছর বয়সী শফিউল। নিজের প্রত্যাবর্তনের ম্যাচে বল হাতে ৩৬ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন তিনি। এবার আফগানদের বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি ১৩টি টি-টোয়েন্টি খেলা এই পেসার। জিম্বাবুয়ের চেয়ে রশিদ খানদের বিপক্ষে পারফর্ম করা নিঃসন্দেহে যে কঠিন হবে সেটি মানছেন শফিউলও। তবে চাপকে দূরে রেখে মাঠে নামাকে মূলমন্ত্র হিসেবে দেখছেন তিনি। আফগানদের মুখোমুখি হওয়ার আগে গণমাধ্যমকে শফিউল বলেন, ‘অনেকদিন পর খেলতে আসলে একটু দ্বিধা লাগে। এটা থেকে যত ফ্রি থাকা যায় ততোই ভালো। আমি চিন্তা করেছি যদি ধারাবাহিকভাবে মাঠে থাকতে পারি তাহলে ভালো পারফর্ম করতে পারবো। চাপও কম পড়বে। আমি এখন রিল্যাক্স থাকার চেষ্টা করছি।’ চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম দেখায় আফগানদের কাছে ২৫ রানে হারে বাংলাদেশ। এবার আবারো সেই আফগান পরীক্ষা দিতে হচ্ছে বাংলাদেশকে। শফিউলের বিশ্বাস শনিবারের ম্যাচে বোলাররা জ্বলে উঠতে পারলে ব্যাটসম্যানদের জন্য কাজটি সহজ হয়ে যাবে।