স্ত্রীর মামলায় সামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

69

ভারতীয় দলের পেসার মোহাম্মদ সামি ও তার ভাই হাসিব আহমেদের বিরুদ্ধে বউ নির্যাতনের মামলায় আদালতে অভিযোগ করেছিলেন ভারতীয় ক্রিকেটারের স্ত্রী হাসিন জাহান। তার ভিত্তিতে সোমবার শুনানি ছিল। বিচারক বউ নির্যাতন মামলায় সামি ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। তবে সামি এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় তাকে আদালতে আত্মসমপর্ণের জন্য ১৫ দিন সময় দিয়েছে আদালত। কিন্তু তার ভাইয়ের ক্ষেত্রে সোমবার থেকেই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে জানিয়েছেন হাসিন জাহানের আইনজীবী। এর আগে সামি সম্পর্কে চাঞ্চল্যকর অভিযোগ করেন তার স্ত্রী হাসিন জাহান। ফেসবুকে একাধিক পোস্ট করে হাসিন দাবি করেন, সামির একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, তাকে মানসিক ও শারীরিক অত্যাচারও করেন সামি। তবে অস্বীকার করে টুইটারে সামি লিখেন, ‘আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে, তা একেবারেই মিথ্যা, বানোয়াট। এটা আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র।’ সামির স্ত্রী তার বক্তব্যের সমর্থনে একাধিক ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাসিন জাহানের দাবি তিনি সামির একাধিক সম্পর্কের কথা জেনেছেন তার ফোন থেকে। ওই ফোন তিনি পেয়েছেন সামির বিএমডাবিলিউ গাড়ি থেকে। ওই ফোনটি ২০১৪ সালে সামিকে উপহার দিয়েছিল দিল্লি ডেয়ার ডেভিলস।