স্ত্রীকে ঘরে রেখে পালিয়েছে এক সন্তানের জনক, থানায় মামলা

65

নিজ স্ত্রীকে ঘরে রেখে অন্য একটি মেয়ে নিয়ে পালিয়ে ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে রাউজানের এক যুবক। উপজেলার পাঁচখাইনে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় গত মঙ্গলবার পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি। সূত্রে জানা যায়, উপজেলার কদলপুর ইউনিয়নের নতুন বাড়ির ছড়াকুল এলাকার নুরুল ইসলামে মেয়ে পিংকি আকতারের সাথে বিগত ৪ বছর আগে একই উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন আজিজুল হক মেম্বারের বাড়ির মৃত ফারুক আজমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এতে গত অর্ধমাস আগে হঠাৎ করে এলাকার ফাতেমা আকতার রিয়া নামের এক কন্যাকে নিয়ে পালিয়ে যায়। এতে দের মাস ধরে এই দুই জন পালিয়ে যাওয়ার ঘটনায় দুই এলাকায় তোলপার সৃষ্টি হয়। এতে গতকাল মঙ্গলবার পর্যন্ত এ দুই জনের কোন সন্ধান না পাওয়ায় শঙ্কিত সজিবের প্রথম স্ত্রী পিংকি আক্তারের পরিবারের সদস্যরা। তবে এই ঘটনা সম্পর্কে সজিবের প্রথম স্ত্রী পিংকি আক্তার বলেন, আমার স্বামী একজন লম্পন ও দুচ্চরিত্র স্বভাবের মানুষ। সে আমাকে ঘরে রেখে অন্য একজন মেয়েকে কিভাবে নিয়ে যেতে পারে। তবে এই ঘটনায় স্বামীর সজিব (২৮), লাকি বেগম (৪০), সাকিল (৩১), নাইমা আক্তার (১৮) কে আসামি করে ২৮ নভেম্বর রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে গতকাল মঙ্গলবার রাউজান থানার এসআই মোহাম্মদ ইউসুফ বলেন, নির্যাতন ও যৌতুক দাবী করে একটি সজিবের স্ত্রী পিংকি আক্তার একটি অভিযোগ দায়ের করেছেন। এতে পিংকির স্বামীকে আসার জন্য বললেও তিনি আসেন নি। এ বিষয়ে কদলপুর ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী বলেন, এ নিয়ে আমির সজিবের ঘরে মানুষ প্রেরণ করি, একটি সমাধানের জন্য, এর পরও কোন সমাধান না হওয়ায় তিনি হতাশ প্রকাশ করেন।