স্টার্কের ৫ উইকেটের পর বিপর্যস্ত নিউজিল্যান্ড

19

অস্ট্রেলিয়ার বোলারদের তোপে তৃতীয় দিনে বেশি দূর এগোতে পারল না নিউজিল্যান্ড। তাদেরকে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার লিড চারশ পেরিয়েছে এরই মধ্যে। কোণঠাসা হয়ে পড়েছে কেন উইলিয়ামসনের দল।
পার্থে দিবা-রাত্রি টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৬৭ রান। প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হওয়া নিউজিল্যান্ডের চেয়ে ৪১৭ রানে এগিয়ে আছে টিম পেইনের দল। ৮ রানে ব্যাট করছেন ম্যাথু ওয়েড, সঙ্গী প্যাট কামিন্সের রান ১।
আগের দিন ১০৯ রান তুলতে পাঁচ উইকেট হারানো নিউজিল্যান্ডের সামনে শনিবার ছিল কঠিন চ্যালেঞ্জ। কঠিন পরীক্ষায় শুরুতে সতর্ক ছিলেন দুই কিউই ব্যাটসম্যান রস টেইলর ও বিজে ওয়াটলিং। প্যাট কামিন্সের দারুণ এক বলে বোল্ড হয়ে যান ওয়াটলিং। ইনিংসের একমাত্র ফিফটি তুলে নেওয়া টেইলরকে ফেরান ন্যাথান লায়ন। ৯ চারে ৮০ রান করেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান।
দুর্দান্ত এক বাউন্সারে কলিন ডি গ্র্যান্ডহোমকে আউট করে ৫ উইকেট পূরণ করেন স্টার্ক। টেস্ট ক্যারিয়ারে ত্রয়োদশবারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন বাঁহাতি এই পেসার। টিম সাউদিকে ফিরিয়ে নিউ জিল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন লায়ন।
প্রথম ইনিংসে মাত্র ১.২ ওভার বল করে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়া জশ হেইজেলউড দ্বিতীয় ইনিংসেও বল করতে পারবেন না। তবে দলের প্রয়োজনে নামতে পারেন ব্যাট হাতে।
১৮ ওভারে ৫ উইকেট নিতে ৫২ রান খরচ করেন স্টার্ক। ৪৮ রানে ২ উইকেট নেন লায়ন।