স্টক একচেঞ্জ পরিদর্শনে সিআইইউ শিক্ষার্থীরা

48

পুঁজি বাজার নিয়ে তরুণ-তরুণীদের আগ্রহের কমতি নেই। ভালো শেয়ার কীভাবে কেনা যায়, বিনিয়োগ খাটিয়ে মুনাফা লাভের সহজ উপায় কী কিংবা লোকসান সামলানোর কৌশলগুলো কী হতে পারে-এমন সব ভাবনা দিনভর লেগে থাকে তাদের ভবিষ্যৎ ভাবনায়।
সরজমিনে পাঠ্য বইয়ের পড়ার বাইরে কর্মমুখী শিক্ষার সঙ্গে বন্ধুত্ব করতে স্টক এক্সচেঞ্জ পরিদর্শন করলো চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) বিজনেস স্কুলের একঝাঁক মেধাবী শিক্ষার্থী।
সম্প্রতি পুঁজিবাজার নিয়ে নিজেদের নানা ভাবনার জবাব পেতে দলবেধে সেখানে হাজির হন তারা। এই সময় শিক্ষার্থীরা স্টক এক্সচেঞ্জের কার্যক্রমগুলো ঘুরে দেখেন। পরে ‘পুঁজিবাজারে বিনিয়োগ ধারনা’ শীর্ষক কর্মশালায় অংশ নেন সবাই।
অনুষ্ঠানে স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা জানান, শেয়ার বাজার দেশের অর্থনীতির সঙ্গে যুক্ত। এই সেক্টরের উন্নতি মানে পুরো দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি। তাই পুঁজি বাজারকে ঢেলে সাজাতে হলে নিতে হবে নানামুখী উদ্যোগ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন চিফ রেগুলটরি অফিসার মোহাম্মদ শামসুর রহমান, ডেপুটি ম্যানেজার মার্কেটিং ফয়সাল হুদা, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার আরিফ আহমদ, সিআইইউর বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. ইমন কল্যান চৌধুরী, সহকারি অধ্যাপক কামরুদ্দিন পারভেজ প্রমুখ।
পরিদর্শনকালে সিআইইউর অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ও হিউম্যান রিসোর্স বিভাগের অন্তত ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। স্টক এক্সচেঞ্জ পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে সিআইইউর বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. ইমন কল্যান চৌধুরী বলেন, শেয়ার বাজার নিয়ে পাঠ্যবইয়ে অনেক তথ্য জেনেছে শিক্ষার্থীরা। এখানে এসে তাদের ব্যবহারিক জ্ঞান প্রচুর বৃদ্ধি পেলো। খবর বিজ্ঞপ্তির