সৌদি আরবে হুতি হামলায় আহত ৫

20

ইয়েমেনের হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাযান অঞ্চলের একটি গ্রামে পাঁচ বেসামরিক আহত হয়েছেন। সীমান্তবর্তী ওই গ্রামে এ হামলার ঘটনায় তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও পাঁচ জন সামান্য আহত হয়েছেন বলে দমকলের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে শনিবার জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে এসপিএ। তবে হুতিদের পক্ষ থেকে এ হামলায় ঘটনাটি নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর সঙ্গে লড়াই করে আসছে হুতিরা। এই গোষ্ঠীটি সৌদি আরবের শহরগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লেও অধিকাংশ বাধা দিয়ে ধ্বংস করে দিয়েছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। ২০১৪ সালে রাজধানী সানা দখল করে ইরান সমর্থিত হুতিরা ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট। ইয়েমেনের যুদ্ধে এ পর্যন্ত এক লাখ লোক নিহত হয়েছে এবং এ যুদ্ধ বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সঙ্কট তৈরি করেছে বলে ভাষ্য জাতিসংঘের।