সৌদি আরবে ভারি বর্ষণ ও বন্যায় নিহত ১২

69

সৌদি আরবে ভারি বর্ষণ ও বন্যায় অন্তত ১২ জনের প্রানহানি হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এই দুর্যোগে আহত হয়েছেন আরও অন্তত ১৭০ জন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে। বৃহস্পতিবার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, নিহদের মধ্যে তাবুক এলাকায় নিহত হয়েছেন ১০ জন, মদিনায় ১ জন এবং উত্তরাঞ্চলীয় সীমান্তে ১ জন। তবে কর্তৃপক্ষ মৃত্যুর কারণ জানায়নি।
ভারি বর্ষণের কারণে মরু উপত্যকায় বন্যা দেখা দিয়েছে। এতে বেশ কিছু স্কুল বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, মদিনার সড়কগুলোতে পানি উঠে গেছে। বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানায়, গত চার দিনে তারা ২৭১ জনকে উদ্ধার করেছে। এদের বেশিরভাগকেই উদ্ধার করা হয়েছে জর্ডান সীমান্তবর্তী আল-জাউফ এলাকা থেকে। এছাড়া মক্কা, তাবুক ও উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা থেকেও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।