সৌদির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

35

প্রাণঘাতী করোনা ভাইরাস আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় সৌদি আরবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। করোনা ভাইরাস ‘প্রতিরোধ ও সতর্কতামূলক’ পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালে ভার্চুয়াল স্কুলিং এবং ডিসটেন্স এডুকেশনের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।
সরকারি হিসাবে সৌদি আরবে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ জন। তবে আশঙ্কা করা হচ্ছে, আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। সৌদি আরবের প্রতিবেশী দেশ ইরানে রবিবার পর্যন্ত সরকারি হিসাবে এ ভাইরাসে ১৯৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৫৬৬।