সৌদিজোটকে মার্কিন সহায়তা বন্ধের প্রস্তাবে ট্রাম্পের ভিটো

34

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটকে সমর্থন ও সহায়তা বন্ধের একটি প্রস্তাবে ভিটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে এ প্রস্তাবটি অনুমোদিত হয়েছিল; মার্চে উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যও বিলটিতে সমর্থন দিয়েছিলেন। ২০১৭ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প এ নিয়ে দ্বিতীয়বার ভিটো ক্ষমতা প্রয়োগ করলেন বলে জানিয়েছে বিবিসি। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ পেতে জারি করা জরুরি অবস্থা রুখতে কংগ্রেসের একটি প্রস্তাবে গত মাসে প্রথমবার ভিটো দিয়েছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট। বিবিসি বলছে, ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশুগজিকে হত্যার পর ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে উচ্চকণ্ঠ হতে থাকেন মার্কিন রাজনীতিকরা। তারই ধারাবাহিকতায় সৌদিজোটকে সহায়তা বন্ধের প্রস্তাবটি মার্কিন পার্লামেন্টের উভয় কক্ষেই অনুমোদিত হয়। ট্রাম্প ওই প্রস্তাবকে ‘অপ্রয়োজনীয়’ অ্যাখ্যা দিয়েছেন। এটি মার্কিন প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতাকে খর্ব করার ‘বিপজ্জনক’ প্রয়াস বলেও মত তার। প্রেসিডেন্টের ভিটো ক্ষমতা প্রয়োগের প্রতিবাদ জানিয়েছেন নিম্নকক্ষের ডেমোক্রেট স্পিকার ন্যান্সি পেলোসি।
ইয়েমেনের পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকা দখলে নিয়ে হুতি বিদ্রোহীরা দেশটির পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট আবদরাব্বু মানসুর হাদিকে দেশ থেকে তাড়িয়ে দিলে ২০১৫ সালের মার্চ থেকে মধ্যপ্রাচ্যের এ দেশটি নানামুখী সংঘাত-সংঘর্ষে বিপর্যস্ত হয়ে পড়ে। হুতিদের মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে দাবি করে হাদির পক্ষে অবস্থান নিয়ে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরবসহ আটটি সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ। যুক্তরাষ্ট্র এ ‘সুন্নি নেটোকে’ শত শত কোটি ডলারের অস্ত্র এবং তথ্য দিয়ে সহায়তা করে আসছে। হুতিদের সঙ্গে সৌদি সমর্থিত জোটের লড়াইয়ে এরই মধ্যে অন্তত ৭ হাজার বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নিহত এ বেসামরিকদের ৬৫ শতাংশের মৃত্যুই সৌদি জোটের বিমান হামলার কারণে হয়েছে বলেও ভাষ্য তাদের।