সোমালিয়া সীমান্ত বোমায় কেনিয়ার ১০ পুলিশ নিহত

40

মাইন বিস্ফোরণে একটি টহল গাড়িতে থাকা কেনিয়া পুলিশের অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। শনিবার সোমালিয়ার সীমান্তের কাছে এ ঘটনা ঘটেছে বলে একটি পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
পুলিশের বিশ্বাস, ঘরে তৈরি ওই বোমাটি সোমালি জঙ্গি গোষ্ঠী আল শাবাব পেতে রেখেছিল। পৃথক এক বিবৃতিতে পুলিশ এ ঘটনায় কয়েকজন কর্মকর্তা নিহত হওয়ার কথা জানালেও কতোজন নিহত হয়েছেন তা নির্দিষ্ট করে জানায়নি। বিডিনিউজ

চীনাদের জন্য ই-ভিসা নীতি সহজ করলো ভারত

চীনা নাগরিকদের জন্য ই-ভিসা নীতি সহজ করার ঘোষণা দিয়েছে ভারত। এখন থেকে চীনারা ভারতে পাঁচ বছর মেয়াদী ও মাল্টিপল এন্ট্রি ই-ট্যুরিস্ট ভিসার (ই-টিভি) জন্য আবেদন করতে পারবেন। এর জন্য ফি ধরা হয়েছে মাত্র ৮০ মার্কিন ডলার। শনিবার (১২ অক্টোবর) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারত সফরের শেষদিনে এ ঘোষণা দিয়েছে বেইজিংয়ের ভারতীয় দূতাবাস।


ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নতুন নিয়মে চীনা পর্যটকদের ৩০ দিন মেয়াদী সিঙ্গেল এন্ট্রি ই-ভিসার ফি ধরা হয়েছে ২৫ ডলার। আর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ৩০ দিনের ই-টিভির জন্য ফি দিতে হবে মাত্র ১০ ডলার। বাংলানিউজ