সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা

9

মোগাদিসুতে গাড়িবোমা হামলায় ব্যাপক প্রাণহানির পর সোমালিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জঙ্গিগোষ্ঠী আল শাবাবের অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে রবিবার জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। এই হামলায় চার সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে তারা। ২৮ ডিসেম্বর স্থানীয় সময় সকালে মোগাদিসুর একটি চেকপোস্ট লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় ১৭ পুলিশ সদস্যসহ অন্তত ৯০ জন নিহত হয়। কোনও গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে এ ঘটনায় দেশটির সক্রিয় জঙ্গিগোষ্ঠী আল শাবাবকে সন্দেহ করা হচ্ছে। রবিবার যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডের (আফ্রিকম) এক বিবৃতিতে বলা হয়েছে, সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের সমন্বয়ে আল শাবাবের তিনটি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এই বছর দেশটিতে বিমান হামলার পরিমাণ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। গত এপ্রিলে আফ্রিকমের অপর এক বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালের এপ্রিল থেকে ১১০টি বিমান হামলায় আটশোরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। ১৯৯১ সালে প্রেসিডেন্ট মোহামেদ সিয়াদ বারে ক্ষমতাচ্যুত হওয়ার পর যুদ্ধবাজ গোত্রপতিদের হানাহানিতে দেশটি কার্যত একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয় সোমালিয়া। ২০১২ সালে দেশটিতে জাতিসংঘ সমর্থিত সরকার দায়িত্ব নেয়। এরপর থেকে আল শাবাব জঙ্গি গোষ্ঠীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলেও সোমালিয়ার গ্রামীণ এলাকায় তারা এখনও সক্রিয়।