সোনার শেকল

82

পুকুরের তলদেশে থাকে যে-সুন্দরী
কৈশোরে শুনেছি কতো স্নানের সময়ে সোনার শেকল
পরাবে আমার পায়ে
গ্রামের পুকুরে মুখ ধুতে গিয়ে তাকে আজো ভাবি
ভালোবাসাবিন্দু গড়িয়ে-গড়িয়ে পড়ে
আমার শরীর বেয়ে তার তরে

এ খবর দিয়ো কিন্তু জলকন্যাকে, ঠান্ডায়
গোসল করিনি এবারও পুকুরে

সোনার শেকলে যেন জং না ধরে ওর …

সুরের ফণা
করিম রেজা

শ্যামের বাঁশি সুরের ঢেউয়ে টানছে কাছে
একটি পাখি খাঁচার ভিতর ঠুকছে মাথা,
বাঁশির সুরে রক্তজুড়ে কী সাপ নাচে
কোন বনেতে কৃষ্ণ কোকিল মেলছে পাখা!

ময়ূখ আলোয় রূপের বিভা তৃষ্ণা জাগায়
জলের টানে কৃষ্ণ তখন নদীর ঘাটে,
কলসি কাঁখে মুদ্রাতালে চলছে কে হায়
কার ঘরনি শ্যামের বুকে আঁচড় কাটে।

নদীর তটে সমাজ পুড়ে বাঁশির সুরে
শ্যামের বাঁশি মোহন বাঁশি কী সুর তাতে,
রাষ্ট্র সমাজ তুচ্ছ সবই যাচ্ছে উড়ে
সুরের ফণা বিষ ছড়ালো কোন নিশীথে!