সৈয়্যদ সাবির শাহ ও সৈয়্যদ আহমদ শাহ চট্টগ্রামে

152

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র একক অঙ্গ-সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ আয়োজিত দাওয়াতে খায়ের মাহ্ফিলে যোগদানের লক্ষ্যে চট্টগ্রামে পৌঁছেছেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহমদ শাহ্। গতকাল সোমবার ভোর পৌনে ছ’টায় আরব আমিরাত থেকে বাংলাদেশ বিমানযোগে চট্টগ্রামের শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁরা অবতরণ করেন। বিমানবন্ধরে তাঁদের দু’জনকে ফুলেল শুভেচ্ছা জানান পিএইচপি ফ্যামেলীর চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল মো. আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. সিরাজুল হক, অ্যাসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী এসএম গিয়াস উদ্দিন শাকের, কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, আনজুমান ট্রাস্ট’র সদস্য এস শরফুদ্দিন মুহাম্মদ শওকত আলী খাঁন (শাহিন), সদস্য মুহাম্মদ কমরুদ্দিন সবুর প্রমুখ।
এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র যুগ্ম সচিব অ্যাড. মোছাহেব উদ্দিন বখতেয়ার, গাউসিয়া কমিটি চট্টগ্রাম নগর শাখার সভাপতি আবুল মনছুর, দক্ষিণ জেলার সম্পাদক মাস্টার মুহাম্মদ হাবিবুল্লাহ প্রমুখ। সংবর্ধনা শেষে বিমানবন্দর থেকে চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাদেক হোসেন পাপ্পুর নেতৃত্বে আনজুমান সিকিউরিটি ফোর্সের তত্ত্বাবধানে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা সহকারে হুজুর কেবলাদ্বয় ষোলশহরস্থ আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়াবিয়ায় পৌঁছান। সেখানে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান আনজুমান ট্রাস্ট’র ফাইন্যান্স সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর কাজী শামসুর রহমান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ অছিয়র রহমান, শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী প্রমুখ। উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্ট’র সদস্য যথাক্রমে মুহাম্মদ নূরুল আমিন, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ হাসানুর রশীদ রিপন, জামেয়ার উপাধ্যক্ষ ড. আবু তৈয়ব মুহাম্মদ লিয়াকত আলী, জামেয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ সরওয়ার উদ্দিন, শিক্ষকমন্ডলীসহ কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র যুগ্ম সম্পাদক মাহবুবুল হক খাঁন, গাউসিয়া কমিটি বাংলাদেশ নগর সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম, সহ-সম্পাদক ছাবের আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ আজহারুল হক আজাদ, অর্থ সম্পাদক মুহাম্মদ মনোয়ার হোসেন মুন্না, সদস্য আশেকে রাসুল বাবু, মুহাম্মদ জয়নাল আবেদীন, মাওলানা মুহাম্মদ নূর উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তা-সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্নস্তরের সম্পাদকমন্ডলী, সদস্যবৃন্দ, সিলসিলার আশেকানবৃন্দ প্রমুখ।
সাবির শাহ্-আহমদ শাহ আজ (মঙ্গলবার) সকালে ঢাকায় অনুষ্ঠিতব্য মাহ্ফিলে যোগদানের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন। ঢাকায় মোহাম্মদপুরস্থ খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অবস্থান করবেন। আগামিকাল বুধবার বাদ আছর পুনরায় তাঁরা চট্টগ্রামে ফিরবেন এবং আগামি ৩০ সেপ্টেম¦র পর্যন্ত আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অবস্থান করবেন। বিজ্ঞপ্তি