সৈয়দ শাহ্ রোড মহল্লা কমিটির অভিষেক

35

নগরীর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড সৈয়দ শাহ্ রোড মহল্লা কমিটির অভিষেক অনুষ্ঠান গত ৩ মার্চ স্থানীয় বাকলিয়া নেপচুন ক্লাব প্রাঙ্গণে সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও মঈনুল হাসান লিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন সরকারি সিটি কলেজের সাবেক ভিপি, আওয়ামীলীগ নেতা মাসুদ করিম টিটু। বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী, সহ-সভাপতি মোঃ ইউসুফ, এস.এম. আজম খান, হাজী শামসুদ্দীন, সরওয়ার জামান, সাবেক সভাপতি শফিকুল ইসলাম, নুরুল আবসার, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সিকদার, আরফাতুল ইসলাম ইমরান, সদস্য জসিম উদ্দীন তালুকদার, হাফিজ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

ওবায়দুল কাদেরের
রোগমুক্তি কামনায়
মহিলা আ’লীগের
দোয়া কামনা

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যোগাযোগ ও সেতু মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের এম.পি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে ভর্তি হওয়ার পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কর্মীরা উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন। তাঁর রোগমুক্তি কামনায় মহান সৃষ্টিকর্তা আল্লাহর রাবুল আল-আমীনের কাছে দোয়া কামনা করেন। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মীরা উদ্বেগ প্রকাশ করেন। তাঁর দ্রুত রোগমুক্তির কামনায় চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাবুর আল-আমিনের কাছে আশু রোগমুক্তি কামনা করেন। বিজ্ঞপ্তি

রামগঞ্জ সমিতির উদ্যোগে
অধ্যক্ষ হোসাইন
আহমদের শোকসভা

শিক্ষাবিদ, সমাজসেবক, হিসাব বিজ্ঞানের জনপ্রিয় লেখক, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ ও রামগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর হোসাইন আহমদ গত ২৩ জানুয়ারি ইন্তেকাল করেন। তাঁহার স্মরণে রামগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে গত ১ মার্চ শুক্রবার আগ্রাবাদস্থ হোটেল ল্যান্ডমার্ক এ এক শোক সভা অনুষ্ঠিত হয়। উক্ত শোক সভায় মরহুমের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সমিতির পক্ষে রফিকুল হাসমী আজম, এডভোকেট মো. শফিকুর রহমান, তছলিম উদ্দীন, লায়ন নুরুল আলম বাচ্চু, হারুন উর রশিদ ভূঁইয়া, আমিনুল ইসলাম চৌধুরী নোমান, আবদুর রহমান, এনায়েত উল্ল্যাহ ও মুরাদ হোসেন।
অতিথিদের মধ্যে এম.এ কাশেম, এম. মহিউদ্দিন এফসিএমএ, অধ্যক্ষ নুরুল হক, অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত, নেয়াজের রহমান, ফরিদ আহমদ, হোসেন আহমদ। পরিবারের পক্ষে কন্যা ডা. জেসমিন, তাসনিম আহমদ ও জামাতা আরিফ আহমদ। সভায় মরহুমের মৃত্যুতে শোকবার্তা পাঠ করেন সৈয়দ আহমদ খোকন। মরহুমের স্মরণে মরনোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ বাকের হোসাইন। বিজ্ঞপ্তি