সৈয়দ মাহমুদুল হকের সাথে মানবাধিকার ফাউন্ডেশন নেতৃবৃন্দের মতবিনিময়

69

ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় শাখার নেতৃবৃন্দ আজ ১৪ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টায় সংগঠনের সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার নেতা মো: হাসান মুরাদের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হকের সাথে দেওয়ানহাটস্থ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়ে মিলিত হন।
এসময় আওয়ামীলীগ নেতা সৈয়দ মাহমুদুল হক বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার পূর্বশর্ত সুশাসন। সুশাসন প্রতিষ্ঠায় ও মানুষের মৌলিক অধিকার আদায়ে মানবাধিকার কর্মীদের সরব ভূমিকা প্রশংসনীয়। তিনি আরো বলেন, মানবাধিকার যেখানে লঙ্ঘিত হয় সেখানেই সর্বপ্রথম প্রতিবাদের ভূমিকায় অবতীর্ণ হন মানবাধিকার কর্মী। তিনি সকল মানবাধিকার কর্মীদের সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনের আহব্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক স.ম জিয়াউর রহমান, সহ সভাপতি মাসুমা কামাল আঁখি, সাংগঠনিক সম্পাদক সুরেশ দাশ, অর্থ সম্পাদক গোলাম রহমান, ক্রীড়া সম্পাদক বায়েজিদ ফরায়েজি, শ্রমিক সম্পাদক মো. কালিম শেখ। বিজ্ঞপ্তি