সৈয়দ মঈনুদ্দিন আল-হাসানীর বার্ষিক শরীফের প্রশাসনিক সভা

68

ত্বরিকায়ে মাইজভান্ডারীয়ার দিকপাল, শাহসূফি সৈয়দ মঈনুদ্দিন আহমদ (ক:) আল-হাসানী, আল-মাইজভান্ডারীর ৮তম বার্ষিক শরীফ আগামী ৩০ ও ৩১ আগস্ট দুইদিন ব্যাপী উদযাপন হবে দরবার শরীফে। এ উপলক্ষ্যে প্রশাসনিক প্রস্তুতি সভা গত ১৯ আগস্ট ফটিকছড়িস্থ মাইজভান্ডার দরবার শরীফে গাউসিয়া রহমানিয়া মঈনিয়া মঞ্জিলে অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়দুল আরেফীনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান মেহমান ছিলেন দরবার শাহসূফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল-হাসানী মাইজভান্ডারী। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানা ওসি বাবুল আকতার, ওসি (তদন্ত) আরিফুর রহমান, উপজেলা একাডেমি অফিসার আকরাম হোসেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার বশির আহমেদ,উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো.রোকনুজ্জামান, সৈয়দ মইনদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্ট এর সেক্রেটারি আলহাজ মো. ইকবাল, প্রেস ক্লাব সভাপতি সৈয়দ জাহেদউল্লাহ কুরাইশী, নাজিরহাট পেপার স্টোর’র স্বত্বাধিকারী কাসেম তালুকদার, মোহাম্মদ এসকান্দর হোসেনসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, মাইজভান্ডার পাড়ার প্রতিনিধিগন। সভায় ২৮টি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। পরে বার্ষিক শরীফের সফলতা কামনা করে মোনাজাৎ পরিচালনা করেন, দরবার শাহসূফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী।