সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের ফ্রি চিকিৎসা সেবা

99

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের আওতায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা প্রকল্পের আওতায় রাঙ্গুনিয়ায় বিনামূল্যে দাতব্য চিকিৎসালয় স্থাপন করা হয়েছে। উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইর হাট এলাকায় এ ক্যাম্প থেকে গত ৩ মাস ধরে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হচ্ছে। সপ্তাহের প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসক দ্বারা এ কার্যক্রম চালানো হচ্ছে। গত ১৯ জুলাই সরেজমিনে গিয়ে দেখা যায়, সাধারণ রোগীরা চিকিৎসা নিতে ভীড় করছেন এ ফ্রি চিকিৎসা কেন্দ্রে। রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অভিজ্ঞ চিকিৎসক তারেক উল কাদের। তিনি সাধারণ রোগীদের সব ধরণের চিকিৎসা দিচ্ছেন জানিয়ে বলেন, এখানে যারা আসছেন তাদের অধিকাংশই নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির। মোহছিনা আক্তার নামে এক রোগী এসেছেন পার্শ্ববর্তী সোনারগাঁও গ্রাম থেকে। তিনি দীর্ঘদিন ধরে ভাইরাস জ্বরে ভোগছেন। তিনি বলেন, এখানে কয়েক সপ্তাহ আগেও বাচ্চার অসুখের ব্যাপারে এসেছিলাম। খুব ভাল চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধও পেয়েছি। এখন আমার বাচ্চা সুস্থ। আজও নিজের অসুখ নিয়ে এসে চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ দিয়েছেন। তিনি মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। চিকিৎসা সেবা চলাকালে এদিন দাতব্য চিকিৎসা কেন্দ্র পরিদর্শনে আসেন সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের দারিদ্র বিমোচন প্রকল্প পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. নাছের, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি উত্তর রাঙ্গুনিয়া শাখার সভাপতি মো. হারুন চৌধুরী এবং সাধারণ সম্পাদক মীর জুবাইদুল ইসলাম রণি।