সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর গানের জলসা

511

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কেবলা কাবার ৯১তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে এক মনোজ্ঞ মাইজভাণ্ডারী ছেমা, কাওয়ালী ও একক মাইজভাণ্ডারী সংগীত অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, নাতে রাসূল (দঃ), মিলাদ, কেয়াম, সজরা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওলাদে মাইজভাণ্ডারী শাহজাদায়ে হযরত বাবা ভাণ্ডারী আলহাজ ছদরুল উলা মাইজভাণ্ডারী । এতে আরো উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, দুর-দুরান্ত থেকে আগত মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটির সভাপতি, সম্পাদক, সদস্যবৃন্দ। মাইজভান্ডারী ছেমা মাহফিল পরিচালনা করেন মোঃ ইছহাকুর রহমান ভুট্টো। কাওয়ালী পরিবেশন করেন এম.এ হান্নান হোসাইনী ও একক সংগীতে অংশগ্রহণ করেন মরমী গোষ্ঠীর সকল শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে তবলায় ছিলেন মোঃ রুবেল, ঢোলক মঈনউদ্দিন বাচা, পারকেশন পেয়ারু। সংগীত পরিচালনায় ছিলেন সৈয়দ আদিল মাহবুব আকবরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৈয়দ জাবের সরওয়ার। অনুষ্ঠান শেষে মুনাজাত পরিচালনা করেন আওলাদে মাইজভাণ্ডারী আলহাজ হযরত সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী ।