সৈয়দ আহমদ সিরিকোটির ওফাত বার্ষিকীর সভা

26

ইসলামী ছাত্রসেনা কোতোয়ালী থানা শাখার ব্যবস্থাপনায় সম্প্রতি চেরাগী পাহাড়স্থ কার্যালয়ে কুতুবুল আওলীয়া, বানিয়ে জামেয়া, সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রহ:) ৬০তম ওফাত বার্ষিকী আলোচনা সভা ও মিলাদ মাহফিল সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-সভাপতি মাষ্টার আবুল হোসেন। উদ্বোধক ছিলেন যুবসেনা মহানগর দক্ষিণের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক খোরশেদুল আলম সুমন। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আতিকুর রহমান। মুহাম্মদ মঈন উদ্দিন মোর্শেদ এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, আতাউল মোস্তফা জামশেদ, রাসেল আত্তারী, আব্দুল্লাহ ফারুক আবিদ, মুহাম্মদ আসিফ, হাফেয নাছির, হাফেয দিদারুল ইসলাম, রহমাতুল্লাহ, আব্দুল মালেক প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন, কোন দর্শনকে টিকিয়ে রাখতে হলে তাকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যেমনটি বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যে মহান মুক্তি যুদ্ধের ইতিহাসকে শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক তেমনিভাবে দেশের শিক্ষাক্রমে এ দেশে ইসলাম প্রচারের পরিপূর্ণ ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে। সুতরাং কোন আদর্শ বা দর্শনকে টিকিয়ে রাখার সফল মাধ্যম হলো শিক্ষা ব্যবস্থা ও উব্রর ক্ষেত্র হলো শিক্ষা প্রতিষ্ঠান। এ কারণেই হযরত সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি রাহমাতুল্লাহি তা’আলা আলায়হি প্রাধান্য দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানকে। আর প্রতিষ্ঠা করেছেন- বাংলাদেশে সুন্নী মাদ্রাসাগুলোর মধ্যে সর্ববৃহৎ মাদ্রাসা চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। এদেশের সুন্নী মুসলমানদের এটি শেষ ভরসা। এক বিশ্বখ্যাত সুফী দরবেশের পবিত্র হাতে ভিত্তি রাখা এ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে এক পরিচিত নাম। এটিকে পুঁজি করে রাজধানী ঢাকার বুকে মুহাম্মদপুর কাদেরীয়া তৈয়্যবিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে। একইভাবে চট্টগ্রামসহ অন্যান্য জেলায়ও আরো অনেক মাদ্রাসা গড়ে উঠেছে এবং ভবিষ্যতেও গড়ে উঠবে ইনশাআল্লাহ্ তা’আলা। বিজ্ঞপ্তি