‘সেরা স্বর্ণসুর ও ক্ষুদেস্বর্ণসুর’ সঙ্গীত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল

44

চট্টগ্রাম শিশু একাডেমিচট্টগ্রামে এই প্রথম বর্ণ-পরিচয় সাংস্কৃৃতিক একাডেমি কর্তৃক আয়োজিত সুরের রাজ্যে প্রতিভা অন্বেষণে ‘সেরা স্বর্ণসুর ও ক্ষুদে স্বর্ণসুর’ সঙ্গীত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল উৎসবমুখর পরিবেশে গতকাল ২৬ মে (রবিবার) সকালে চট্টগ্রামস্থ বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অডিশনের উদ্বোধন করেন বর্ণ-পরিচয় সাংস্কৃতিক একাডেমির পরিচালক উজ্জ্বল দত্ত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির জেলা সংগঠক নারগিস সুলতানা, মাসিক জ্যোতির্ময় প্রকাশক এস প্রকাশ পাল, সংগঠক মিন্টু সিকদার। ফাইনাল অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন আর্য্য সঙ্গীত সমিতির অধ্যক্ষ ওস্তাদ মিহির লালা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্তী লালা, ওস্তাদ মৃণাল ভট্টাচার্য, রক স্টার অজয় চক্রবর্ত্তী, সঙ্গীত শিল্পী সঞ্জয় চৌধুরী ও আকলিমা মুক্তা। অনুষ্ঠানে সার্বিকভাবে দায়িত্ব পালন করেন সাংস্কৃতিক একাডেমির সভাপতি রনি বিশ্বাস, সহ-সভাপতি শ্রীকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক রানু মজুমদার, সদস্য সুনয়ন আচার্য্য, সোমনাথ বিশ্বাস, রাসেল দেব, পূজা ভঞ্জ, জুঁই চক্রবর্ত্তী, নোবেল আচার্য্য, নিতু চৌধুরী, তন্বী চৌধুরী, সোমা চৌধুরী, সেতু বৈদ্য, অর্পিতা মজুমদার, জয়শ্রী চৌধুরী, হীরন্ময় আচার্য্য, জয়ন্ত তালুকদার, জয় দাশ, অমিত দে, স্মৃতি দাশ প্রমুখ।
অডিশনে দুই ক্যাটাগরির চট্টগ্রাম হতে বাছাইকৃত ৪৮ জন প্রতিযোগী থেকে ২০ জনকে নির্বাচন করেন বিচারকবৃন্দ। আগামী ১০ জুন বিকালে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। সেরা স্বর্ণসুর ও ক্ষুদে স্বর্ণসুর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবে স্বর্ণের গিটার ও শিক্ষা বৃত্তি ১৫ হাজার টাকা এবং প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ সহ অন্যান্যরা পাবে আকর্ষণীয় পুরস্কার।