সেরা অভিনেতা ভিকি ও আয়ুষ্মান সেরা অভিনেত্রী কীর্তি

63

ঘোষিত হলো ৬৬তম ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার ‘আন্ধাধুন’ চলচ্চিত্রে অভিনয় করে আয়ুষ্মান খুরানা ও ‘উরি’র জন্য ভিকি কৌশল যৌথভাবে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন। এছাড়া তামিল চলচ্চিত্র ‘মহানটি’র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন কীর্তি সুরেশ। শুক্রবার বিকেলে নয়া দিল্লির শাস্ত্রী ভবনে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে জুরি সদস্যরা দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাবাদেকারের হাতে পুরস্কারের চূড়ান্ত তালিকা তুলে দেন।
প্রতি বছর এই পুরস্কার এপ্রিল মাসে ঘোষণা করা হয় এবং ৩ মে প্রদান করা হয়। কিন্তু এ বছর ভারতের লোকসভা নির্বাচনের জন্য তিন মাস পরে জাতীয় পুরস্কারের নাম ঘোষণা করা হলো।
এক নজরে ৬৬তম ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার :
সেরা অভিনেতা: আয়ুষ্মান খুরানা (আন্ধাধুন) এবং ভিকি কৌশল (উরি)
সেরা অভিনেত্রী: কীর্তি সুরেশ (মহানটি)
সেরা পার্শ্ব অভিনেতা: সানন্দ কিরকিরে (চুম্বক)
সেরা পার্শ্ব অভিনেত্রী: সুরেখা সিক্রি (বাধাই হো)
সেরা পরিচালক: আদিত্য ধর (উরি)
সেরা চলচ্চিত্র: হ্যালারো (গুজরাটি)
সেরা হিন্দি চলচ্চিত্র: আন্ধাধুন
সেরা বাংলা চলচ্চিত্র: এক যে ছিল রাজা
সেরা চলচ্চিত্র (সমালোচক): ব্লাসে জনি (মালয়ালম) ও আনান্থ বিজয় (হিন্দি)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: কাসাব
সেরা শিশুতোষ চলচ্চিত্র: সরকারি. হাই. প্রা. শালে কাসারাগোডু
সেরা শিশুশিল্পী: পিভি রোহিথ (অন্দালা ইরাদালা), সামিপ সিং (হারজিতা), তালহা আরশাদ রেশি (হামিদ), শ্রীনিবাস পোকালে (নাল)
সেরা সঙ্গীতশিল্পী (পুরুষ): অরিজিৎ সিং (বিনতে দিল, পদ্মাবত)
সেরা সঙ্গীতশিল্পী (নারী): বিন্দু মানি (মায়াবী মানাবে, নাথিচারামি)
সেরা গীতিকার: ‘নাথিচারামি’
সেরা সঙ্গীত পরিচালনা: সঞ্জয়লীলা বানসালি (পদ্মাবত)
সেরা আবহ সঙ্গীত: ‘উরি’
সেরা সিনেমাটোগ্রাফি: এমজে রাধাকৃষ্ণ (ওলু, মালায়ালাম)
সেরা প্রোডাকশন ডিজাইন: কাম্মারা সাম্ভাবান
সেরা মেকআপ আর্টিস্ট: রঞ্জিত (ও)
সেরা কস্টিউম ডিজাইন: রাজশ্রী পাত্নায়েক, বরুণ শাহ এবং অর্চনা রাও (মহানটি)
সেরা স্পেশাল ইফেক্টস: ‘ও’ এবং ‘কেজিএফ’
সেরা কোরিওগ্রাফি: ক্রুতি মাহেশ মিদায়া এবং জয়তি ডি তোম্মার (ঘুমার, পদ্মাবত)
সেরা সংলাপ: তারিখ (বাংলা)
স্পেশাল জুরি পুরস্কার: কেদারা (বাংলা), হ্যালারো (গুজরাটি)