সেভ দ্য চিলড্রেনের দূত হলেন ফুটবলার সাবিনা

16

সেভ দ্য চিলড্রেনের ইয়ুথ অ্যাম্বাসেডর হয়েছেন মেয়েদের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। শিশুদের কল্যাণে নিয়োজিত আন্তর্জাতিক বেসরকারি সংস্থাটির সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চুক্তি অনুযায়ী সেভ দ্য চিলড্রেনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন সাবিনা। গতকাল বাফুফে ভবনে দু পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর শেষে দেশসেরা স্ট্রাইকার বলেছেন, ‘এটা আমার জন্য বিশাল অর্জন। নতুন দায়িত্ব ভালোভাবে পালন করতে চাই। আশা করি, আমার এই অর্জনে সতীর্থ ফুটবলাররা অনুপ্রাণিত হবে, উজ্জীবিত হবে।’ সেভ দ্য চিলড্রেনের চিফ অফ পার্টি ড. শেখ শাহেদ রহমান বলেছেন, ‘আমাদের কর্মসূচিতে মেয়েদের ফুটবলের আইকন হিসেবে সাবিনাকে তুলে ধরতে চাই। তিনি কীভাবে উঠে এসেছেন, মেয়েদের ফুটবলে তার অবস্থান কোথায় সে সব জেনে সুবিধাবঞ্চিত শিশুরা যেন অনুপ্রাণিত হতে পারে।’