সেবাপ্রার্থীদের যাতায়াত সীমিত করল শিক্ষাবোর্ড

26

দেশজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সচেতন থাকার ডাক উঠেছে। এই সময় প্রয়োজন ব্যতীত ও গুরুত্বপূর্ণ কাজ ছাড়া শিক্ষাবোর্ডে সেবাপ্রার্থীদের না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা না থাকলেও বাস্তব ঝুঁকিপূর্ণ অবস্থা অবলোকন করে এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে ই-মেইলে সেবা কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান প্রদীপ চত্রবর্তী।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব এলেক্স আলীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে চলমান ‘করোনা ভাইরাস’ প্রতিরোধের অংশ হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৫টি সেবা কার্যক্রম স্থগিত থাকবে। সেগুলো হলো নাম ও বয়স সংশোধনের জন্য অনলাইনে আবেদন করার পর শিক্ষা বোর্ডে সশরীরে আসার প্রয়োজন নেই, কলেজ শাখার ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের
রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা ব্যতীত অন্য সকল কাজ, বিদ্যালয় শাখার জেএসসি ২০২০ ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত জরুরি কাজ ও হিসাব শাখার জরুরি বিল ও বিভিন্ন ফি জমাদানের তথ্য জানতে সংশ্লিষ্ট ইমেইলে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়।
এই বিষয়ে এলেক্স আলীম পূর্বদেশকে বলেন, সেবাপ্রার্থী ও সেবাদাতা, উভয়পক্ষকে নিরাপদে রাখতে আমাদের এই সিদ্ধান্ত। যেসব কাজ অতি প্রয়োজনীয় নয়, ১ মাস পরে করলেও চলবে, সেসব সেবা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে অনলাইনে সেবা দেওয়া হবে। শুধুমাত্র সশরীরে শিক্ষাবোর্ডে যাতায়াতের ক্ষেত্রে সীমিত করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশে করোনা ভাইরাস নিয়ে নিজের জায়গা থেকে সচেতন হওয়ার সময় এসেছে। মন্ত্রণালয়ের আলাদা করে বসে সিদ্ধান্ত নেওয়া অবস্থা হয়তো নেই, তাই আমরা ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ নিয়েছি। এছাড়া তিনি সবাইকে করোনা ভাইরাস নিয়ে সচেতন থাকতে আহŸান জানান।
একই বিষয়ে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী বলেন, আমার অনুমোদন সাপেক্ষে সচিব এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। করোনা ভাইরাস নিয়ে বাস্তব অবস্থা অবলোকন করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই নির্দেশনা সেবাপ্রার্থীদের অনুসরণ করার আহব্বান জানান এই কর্মকর্তা।