সেন্ট্রাল বয়েজ অব রাউজানের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

37

রাউজান উপজেলায় করোনাকালে মানুষের জন্য কাজ করে বেশ প্রশংসিত ও শিক্ষাক্ষেত্রে অবদান রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে জাতীয় পুরস্কার প্রাপ্ত রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও সংগঠনের উপদেষ্টা জমির উদ্দিন পারভেজ এর ৪৭ তমবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি দিয়েছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান। গত বৃহস্পতিবার রাউজান পৌরসভার মুন্সির ঘাটাস্থ মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সের ২য় তলায় সংগঠনের কার্যালয়ে ১০ জনকে সেলাই মেশিন ও ২০ জন শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ৩নং চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, রাউজান উপজেলা যুবলীগের সহ-সভাপতি সারজু মো. নাসের, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর উপদেষ্টা মো. সালাহ উদ্দিন, রাউজান পৌরসভা আওয়ামী লীগের যুগগ্ম সাধারণ সম্পাদক মুসা আলম খান চৌধুরী, রাউজান পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, রাউজান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর, হলদিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাসান মুরাদ রাজু, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, শাহরিয়ার হাসান সাকিব, তারেক হাসান, আবু বক্কর আরাফাত, মো. রিফাত, মো. মিজানুর রহমান, আরফান গণি ফাহিম, অনিক ভট্টাচার্য, তাজনবী ইমন, ফরহানুল ইসলাম, জাগির হোসেন, আরফানুল ইসলাম আবির, তৌসিফ আহমেদ রাহাত, মোহাম্মদ নাহিদ, তামিম সিকদার সাইফ, হোসাইন মাহমুদ চিশতী প্রমুখ। অন্যদিকে রাউজান উপজেলায় করোনাকালে মানুষের জন্য কাজ করে বেশ প্রশংসিত ও শিক্ষাক্ষেত্রে অবদান রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে জাতীয় পুরস্কার প্রাপ্ত রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দীন পারভেজের জন্মবার্ষিকীতে গত বৃহস্পতিবার রাউজান উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয়। রাউজান উপজেলা ছত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সারজু মো. নাছির, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তসলীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুছা খাঁন, রাউজান পৌর যুবলীগের সধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোরশেদ প্রমুখ।