সেগুনবাগান তা’লীমুল কুরআন মাদরাসায় সভা ও মাহফিল

52

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার চলমান অভিযানের সফলতা কামনায় ৮ নভেম্বর বাদে জুমা হতে তা’লীমুল কুরআন কমপ্লেক্স এর উদ্যোগে চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ তৈয়বের সভাপতিত্বে সেগুনবাগান তা’লীমুল কুরআন মাদরাসা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মাহবুবুল আলম। তিনি বলেন, দুর্নীতি একটি সামাজিক অভিশাপ। দুর্নীতির দ্বারা এক শ্রেণির মানুষ আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে,; পক্ষান্তরে আরেক শ্রেণির মানুষ দারিদ্র্যতা ও অসহায়ত্বের মধ্যে দিনাতিপাত করছে। তাই প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী চলমান উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের সকলকে যার যার অবস্থান থেকে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে হবে। যাতে করে আমরা একটি দুর্নীতি ও জঙ্গীবাদমুক্ত সমৃদ্ধশীল দেশ গঠন করতে পারি।
উপস্থিত ছিলেন বার আউলিয়া সমিতির সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটন, মুফতি নুর মোহাম্মদ, মাওলানা নিজামুদ্দীন আল হোসাইনী, মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা আজহার উদ্দিন, কারী ফজলুল করিম, ডা. রেজাউল করিম, মাওলানা মীর মুহাম্মদ ইউসুফ ছানুভী, মাওলানা. এনামুল হক, হাফেজ নাজিম উদ্দিন, হাফেজ আজিজুল্লাহ, মাওলানা হাফেজ নাছির উদ্দিনসহ ইমাম-খতিব ফাউন্ডেশন চট্টগ্রাম এর ইমাম, প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের শিক্ষক-শিক্ষার্থী, কওমি মাদরাসা সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি