সেই মায়াময় মুখ

42

নীলডানা এক পাখির সাথে
তোমার জানাশোনা,
সখ ছিল খুব কাব্য-গাথা
ছড়াতে জাল বোনা।

শিশুর সাথে সখ্য ছিল
ছিল কবির সাথে,
কলম হাতে থাকতে বসে
নিঝুম গভীর রাতে।

আমার তুমি বন্ধু ছিলে
বন্ধু ছিলে সবার,
বন্ধু ছিলে গোলাপ বেলি
চম্পা বকুল জবার।

চুপটি করে থাকতে বসে
বদর পুকুর পাড়ে,
টুনটুনি বুলবুলি শ্যামা
দেখতো ঠারে ঠারে।