সেই বাড়িটা

38

ইচ্ছে করে আগের মতো মেতে উঠতে ফের
ঢেউ খেলানো হালদা নদীর মন ভোলানো তীরে
দাদার বাড়ির প্রিয় উঠোন মনে পড়ে ঢের
নানারকম রঙিন ফুলের অতুল বাগান ঘিরে।

বিদ্যালয়ে ছুটি হলে হোক না বোশেখ,মাঘ
রওনা হতাম গাঁয়ের পথে হেসে দুলে দুলে
বাগানঘুরে কাটত আমার দিনের বেশিরভাগ
ফুল কুড়িয়ে মালা গেঁথে গাছের ডালে ঝুলে।

আম কুড়াতাম যখন হতো কালবোশেখি ঝড়
কাঁচা আমের ভর্তা খেতাম ভীষণ মনে পড়ে
দখিন কোণে একটা ছিল পুরান মাটির ঘর
সন্ধে হলে ভূতের ভয়ে দৌড়ে যেতাম ঘরে।

এখন আমার ছুটি কাটে রুক্ষ নগরবাসে
মুছে গেছে সেই বাড়িটা নদীর করাল গ্রাসে।