সেই চমক জাগানো আরাফাত জাতীয় দলে

28

শুধু তৃতীয় বিভাগ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার জন্য নয়, আরেকটি কারণেও ইদানীং তিনি আলোচিত।
ইয়াছিন আরাফাতের জন্য ১ কোটি ৬০ লাখ টাকার রিলিজ ক্লজ ধরে হৈচৈ ফেলে দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। সবাইকে চমকে দেওয়া তরুণ ডিফেন্ডারের সামনে জাতীয় দলের দরজাও খুললো এবার।
১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শনিবার এই ম্যাচের জন্য ঘোষিত ২৩ জনের দলে সুযোগ পেয়েছেন আরাফাত।
প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়ে তিনি উচ্ছ¡সিত, ‘প্রত্যেকের মতো আমিও জাতীয় দলে সুযোগ পাওয়ার স্বপ্ন দেখতাম। তবে এত দ্রæত দলে আসার কথা কল্পনাও করিনি। মাঠে নামতে পারলে কোচের আস্থার প্রতিদান দিতে চেষ্টা করবো। প্রিমিয়ার লিগে অনেক কঠিন ম্যাচ খেলেছি। তাই যে কোনও চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।’